Thursday, November 6, 2025

R G Kar: আন্দোলনের মুখ এখন বিজ্ঞাপনের মডেল! বিতর্কের জবাবে কিঞ্জলের সাফাই “আমি অভিনেতাও”

Date:

অভয়ার বিচারের দাবিতে সরব হওয়া জুনিয়র ডক্টর ফ্রন্টের (WBJDF) অন্যতম মুখ কিঞ্জল নন্দ (Kinjal Nanda) এবার স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনের মুখ। মানুষকে উৎসবে না যেতে বলা আন্দোলনকারীদের নিজেদের জীবন বইছে স্বাভাবিক ছন্দে। যা দেখে অগ্নিশর্মা নেটিজেনদের একাংশ। এর জেরে স্যোশাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার সাফাই দিতে কিঞ্জলের বক্তব্য, “যাঁরা ধিক্কার জানাচ্ছেন তাঁরা ভুলে গিয়েছেন চিকিৎসকের পাশাপাশি আমি অভিনেতাও।“ এখানেই প্রশ্ন উঠছে, আপনারা যদি নিজেদের সব সত্ত্বা বজায় রাখতে পারেন, তাহলে বাংলার মানুষকে উৎসব পালন থেকে সরিয়ে রাখতে খেপিয়ে ছিলেন কেন!

আর জি কর কাণ্ডের (R G Kar) প্রতিবাদ-আন্দোলনের প্রথম থেকেই সামনে সারিতে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাদের হয়ে গলা ফাটিয়েছেন কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। সিনেমা বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের পরিচিত মুখ কিঞ্জল। আন্দোলন নিয়ে কথা বলতে তাঁকেই বেশি দেখা গিয়েছে সংবাদ মাধ্যমের সামনে। আবার তার মধ্যেই নিজের ওয়েব সিরিজের প্রচারও করেছেন। সম্প্রতি এক স্টিল প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনী মুখ হিসেবে দেখা গিয়েছে কিঞ্জল নন্দকে। বিজ্ঞাপন ভাইরাল হয়েছে দ্রুত। আর তার পরেই তীব্র আক্রমণের মুখে আর জি কর আন্দোলনের প্রতিবাদী চিকিৎসক। অভয়ার আবেগকে সামনে রেখে নিজেকে ‘ব্র্যান্ড’ হিসেবে তুলে ধরার অভিযোগও উঠেছে কিঞ্জলের বিরুদ্ধে। এমনকী, ‘মৌত কা সওদাগর’ বলে কটাক্ষ করেছেন অনেকে।

আরও খবর: আবাস-লক্ষ্মীর ভাণ্ডার-কৃষক বন্ধু, তিন অস্ত্রেই কেন্দ্রকে বঞ্চনার জবাব দিচ্ছে তৃণমূল

নিজের কাজের সপক্ষে কিঞ্জলে মন্তব্য, “যাঁরা আক্রমণ করছেন, তাঁরা ভুলে গিয়েছেন চিকিৎসকের পাশাপাশি একজন অভিনেতাও। সেইজন্যই আমাকে বিজ্ঞাপনের মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁদের যুক্তি যদি মেনে নিতে হয়, তাহলে কি অভিনয় করব না?” একই সঙ্গে কিঞ্জলের সংযোজন, “অভিনয় বা মডেলিং করছি মানে, মূল আন্দোলন থেকে সরে এসেছি তা নয়। যখন প্রতিবাদের দরকার হবে, আবার আমায় সেখানেই দেখবেন।”








Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version