Saturday, August 23, 2025

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হল ২০২৫ বর্ষের ছুটির তালিকা (holiday list)। কোথাও অতিরিক্ত ছুটি যুক্ত যেমন হয়েছে। তেমনই কোনও কোনও ছুটি একই দিনে পড়ার কারণে নষ্টও হচ্ছে। তবে দুর্গাপুজোর ছুটিতে রয়েছে চমক, মন ভালো করানো খবর।

শুক্রবার নবান্নের (Nabanna) অর্থ দপ্তর ২০২৫ সালের ছুটির তালিকা সম্বলিত বিজ্ঞপ্তি (notification) প্রকাশ করে। তাতে দেখা যাচ্ছে পঁচিশের দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর মহা চতুর্থীতে। ২ অক্টোবর দশমী। ৩ এবং ৪ অক্টোবর দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি বরাদ্দ করা হয়েছে। ৫ অক্টোবর রবিবার। ৬ অক্টোবর লক্ষ্মী পুজো। ৭ তারিখ লক্ষ্মী পূজার জন্য অতিরিক্ত ছুটি। দু’টি অতিরিক্ত ছুটি ও একটি রবিবার পড়ায় দুর্গাপুজোর সঙ্গে লক্ষ্মীপুজোর ছুটি মিশে যাচ্ছে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা বারো দিনের ছুটি।

তবে ছুটি নষ্টের বহরও খুব কম নয়। মহার্ঘ্য আটটি ছুটি রবিবার পড়ায় মার যাচ্ছে। যেমন ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ছুটি হওয়ার কথা। এবার রবিবার পড়ায় ছুটিটি মার যাচ্ছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, ৬ এপ্রিল রামনবমী, ৬ জুলাই মহরম, ১৩ জুলাই কবি ভানু ভক্তের জন্মদিন, ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী। সবই পড়েছে রবিবার। এবার জন্মাষ্টমী ১৫ আগস্ট পড়ায়, একটা ছুটি মার যাচ্ছে। গান্ধী জয়ন্তীর দিন বিজয়া দশমী পড়েছে। এখানেও নষ্ট হয়েছে ছুটি। তবে লম্বা উইকএন্ড চব্বিশের মতো পঁচিশেও পাওয়া যাবে। থাকছে বিভাগীয় ছুটিও। এবছর ৬ জানুয়ারি গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পুরব উপলক্ষে বিভাগীয় ছুটি থাকছে।  ১২ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে ছুটি। ১৯ এপ্রিল ইস্টার উপলক্ষে খ্রিস্টানদের ছুটি। আদিবাসীদের বিভাগীয় ছুটি থাকবে ৩০ জুন, হুল দিবস উপলক্ষে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version