মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুলিশের গোয়েন্দা বিভাগে বদলের ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ইঙ্গিদের পরই সক্রিয় কলকাতা পুলিশ (Kolkata Police)। শুক্রবারই প্রকাশিত হলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের রদবদলের বিজ্ঞপ্তি। বদল হল পাঁচ আধিকারিকের।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্সপেক্টর সৌম্য ঠাকুরকে গোয়েন্দা বিভাগ (Detective Department) থেকে পাঠানো হলো মুচিপাড়া থানায় (Muchipara PS)। ইন্সপেক্টর দীপঙ্কর বিশ্বাসকে ময়দান থানা থেকে পাঠানো হলো লেদার কমপ্লেক্স থানার গোয়েন্দা বিভাগে (DD)। ইন্সপেক্টর সাবির উদ্দিনকে স্পেশাল ব্রাঞ্চ থেকে পাঠানো হলো ময়দান থানায় (Maidan PS)। ইন্সপেক্টর অনুপম চট্টোপাধ্যায়কে সেন্ট্রাল ডিভিশন থেকে স্থানান্তরিত করা হলো লেদার কমপ্লেক্স থানার গোয়েন্দা বিভাগে। এবং ইন্সপেক্টর রাজীব চট্টোপাধ্যায়কে গোয়েন্দা বিভাগ (DD) থেকে পাঠানো হলো স্পেশাল ব্রাঞ্চে।