Sunday, August 24, 2025

ঘণ্টায় ৯ কিমি বেগে চলে ট্রেন! ভারতের সবথেকে ধীরগতির ট্রেন চলে কোন রেলপথে, জানেন

Date:

বুলেট ট্রেনের যুগ এখন। ভারতে আবার চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড ট্রেন। এই যুগেও কি না ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৯ কিমি! হাঁটার মতো বেগে চলে ভারতের সবথেকে ধীরগতির ট্রেন। সাইকেলও পেরিয়ে যেতে পারে অবলীলায়। তবে কী জানেন, কোনও বিরক্তি নেই এই যাত্রাপথে!

ট্রেনের বুলেট গতি নিয়ে যখন সর্বত্র আলোচনা, এই সময়েও দেশে এমন ট্রেন চলে! পাঁচ ঘণ্টায় মাত্র ৪৫ কিলোমিটার পথ পাড়ি দেয়! কোথায় চলে সেই ট্রেন? আর সেই ট্রেনের যাত্রায় কেনই বা বিরক্ত হয় না মানুষ? তবে জানুন সেই কাহিনি। ভারতের সবথেকে ধীরগতির ট্রেনটি রয়েছে নীলগিরি মাউন্টেন রেলওয়ের হাতে। দেশের দ্রুততম ট্রেন এই সবথেকে ধীরগতির ট্রেনের থেকে ১৮ থেকে ২০ গুণ বেশি গতিতে চলে। এই ট্রেনটি কোথায় চলে, তা জানলেই আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপানার গতির দুনিয়ায় ধীরগতির ট্রেন নিয়ে বিরক্তিও কেটে যাবে। উল্টে আপনার ইচ্ছা হবে, একবার এই ট্রেনের সওয়ারি হতে। এই ট্রেন চলে নীলগিরি পর্বতমালার মধ্য দিয়ে। খাড়া পাহাড়ি রেলপথে নীলগিরি পাহাড়ে পাদদেশের শহর মেট্টুপালায়ম থেকে শুরু হয় এই অবিস্মরণীয় রেলযাত্রা। পাহাড়ি শহর উটি পর্যন্ত চলে ট্রেনটি। একেবারে স্বপ্নের মতো মনে এই রেলযাত্রাকে।

সড়কপথে অনেক কম সময়ে লাগলেও মেট্টুপালয়ম থেকে উটির এই রেলযাত্রা আপনাকে দেবে এক স্বর্গীয় অনুভূতি। কেন ট্রেনে এত বেশি সময় লাগে, তাও জেনে নিন। আসলে ট্রেনটি যেমন খাড়াই পথে যায়, তেমনই ১৬টি সুড়ঙ্গ, ২৫০টি সেতু ও ২০৮টি বক্ররেখা অতিক্রম করে গন্তব্যে পৌঁছয়। তাই এত ধীরগতি!
ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে মেট্টুপালায়ম থেকে ছাড়ে। উটিতে পৌঁছয় ১২টায়। ফিরতি যাত্রায় উটি থেকে ছাড়ে ২টোয়। বিকেল ৫.৩৫ মিনিটে মেট্টপালায়মে পৌঁছয়। এই যাত্রাপথে ট্রেনটি কুনুর, ওয়েলিংটন, আরাভানকাডু, কেটি ও লাভডেলের মধ্য দিয়ে যায়। ইউনেস্কোর ওয়েবসাইট অনুযায়ী নীলগিরি মাউন্টেন রেলওয়ে প্রথম ১৮৫৪ সালে প্রস্তাবিত হয়েছিল। কিন্তু কঠিন ভৌগলিক অবস্থানের কারণে এর কাজ শুরু করতে দেরি হয়। কাজ শুরু হয় ১৮৯১ সালে। ১৯০৮ সালে এই মিটারগেজ সিঙ্গল রেলপথটি সম্পন্ন হয়। ট্রেনটিতে প্রথম শ্রেণির ১৬টি, দ্বিতীয় শ্রেণির ২১৪টি আসন রয়েছে।

আরও পড়ুন- ৯ ডিসেম্বর মেরিটের ভিত্তিতে ওবিসি মামলার শুনানি, জানালো শীর্ষ আদালত


Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version