Sunday, May 4, 2025

বঙ্গ বিজেপির সভাপতি পদে সুকান্ত দিলীপ নয়, শুভেন্দুর পক্ষে সওয়াল তথাগতর!

Date:

বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে। এবার ময়দানে বর্ষীয়ান বিজেপি নেতা তথা বুদ্ধিজীবী তথাগত রায়। বিতর্কিত মন্তব্য করাটা তিনি করায়ত্ত করেছেন। কামিনী-কাঞ্চন থেকে CAA-তে নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষার পরামর্শ – নানা সময়ে নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন।

এবার তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট, রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ নন, যোগ্যতম শুভেন্দু অধিকারীই। তার মানে একটা জিনিস স্পষ্ট গদ্দার শুভেন্দুকেই সভাপতি পদে চাইছেন তথাগত। যদিও অনেকের মন্তব্য, বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের অবদান অস্বীকার করা যায় না।

আসলে বাংলায় শত চেষ্টা করেও সংগঠন তেমন মজবুত করতে পারেনি গেরুয়া শিবির। একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। রাজ্য নেতৃত্বে রদবদল এনেও ছবিটা পাল্টায়নি। এবার দিল্লির শীর্ষ নেতৃত্বের নির্দেশ, এক কোটি পূরণ করতে হবে সদস্য সংখ্যা। তাই শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান।

বর্ষীয়ান নেতা তথাগত রায় ফেসবুক পোস্টে জানিয়েছেন, রাজ্য সভাপতি হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই যোগ্যতম। তার স্বপক্ষে তার যুক্তি, শুভেন্দু স্বয়ং মমতাকে হারিয়েছেন। দ্বিতীয়ত, শুভেন্দুর রাজনৈতিক অভিজ্ঞতা সুকান্ত এবং দিলীপের চাইতে অনেক দীর্ঘ। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন দিয়ে তাঁর হাতেখড়ি। তৃতীয়ত, শুভেন্দু যেরকম স্পষ্ট ভাষায় মমতাকে আক্রমণ করেন, হিন্দু একীকরণের কথা বলেন, এবং রাজ্য চষে বেড়ান, সেরকম অন্য কেউই পারেন না বা করেন না। সংস্কার ঠিকই আছে, কিন্তু ব্যবহারিক রাজনীতিতে এর স্থান সীমিত। সুতরাং, দোষগুণ বিচার করে পশ্চিমবঙ্গ বিজেপিকে নেতৃত্ব দেবার জন্য যোগ্যতর আর কেউ নেই।

এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতির পদে আছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীও। এই পরিস্থিতিতে তার দায়িত্ব কমাতে কোনও রদবদলের সিদ্ধান্ত নিতে পারে বিজেপি। সময়ই বলবে বর্ষীয়ান নেতার এই প্রস্তাব কতটা গ্রহণ করে শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন- অভিষেকের আপ্তসহায়কের নাম করে টাকা আদায়! গ্রেফতার অভিযুক্ত

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...
Exit mobile version