Saturday, November 15, 2025

কংগ্রেসের মুখরক্ষা প্রিয়াঙ্কার, প্রথম নির্বাচনী লড়াইয়ে ছাপিয়ে গেলেন রাহুলকে

Date:

শনিবারের নির্বাচনের ফলাফল কংগ্রেসের কাছে অনেকদিক থেকেই ছিল গুরুত্বপূর্ণ। একদিকে কংগ্রেসের নেতৃত্ব মহারাষ্ট্রে (Maharashtra) জোটের সম্মানরক্ষার লড়াই। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট বেঁধে ঝাড়খণ্ড রক্ষার লড়াইও ছিল গুরুত্বপূর্ণ। তবে সবথেকে বেশি নজর ছিল কেরালার ওয়েনাড়ে (Wayanad)। প্রথমবার নির্বাচনের ময়দানে নামা প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) লোকসভা উপনির্বাচনে (Loksabha By election) কী ফলাফল নিয়ে আসছেন তিনি, তাতে নজর ছিল গোটা কংগ্রেস পরিবারের। শেষ পর্যন্ত ওয়েনাড় থেকে অবশ্য তিনি যে মার্জিনে জয় লাভ করেন তা ছাপিয়ে গিয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভোটের ব্যবধানকেও।

মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপি বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়া কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়েছে। জোটসঙ্গী দুই দলের থেকেই পিছিয়ে কংগ্রেস। অন্যদিকে ঝাড়খণ্ডে জেএমএমের (JMM) নেতৃত্বে মুখরক্ষা হয়েছে। তবে কংগ্রেসের ভরাডুবি আটকেছেন প্রিয়াঙ্কা। ওয়েনাড় লোকসভা (Wayanad Loksabha) নির্বাচনে বিপুল জয়ের মুখ দেখেছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (CPI) প্রার্থী সথ্যন মোকেরিকে ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে পরাজিত করেছেন তিনি। এর আগে ২০২৪ লোকসভা নির্বাচনেই রাহুল গান্ধীর জয়ের ব্যবধান ছিল ৩ লক্ষ ৬৫ হাজার।

দিনের শেষে তাই প্রিয়াঙ্কাকে নিয়েই কংগ্রেসের যত মাতামাতি। জয়ের পরে ওয়েনাড়ের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁকে নিজেদের প্রতিনিধি হিসাবে লোকসভায় পাঠানোর জন্য। সেই সঙ্গে ওয়েনাড়ে রাহুলের (Rahul Gandhi) পরিষেবার প্রসঙ্গ তুলে ধন্যবাদ জানিয়েছেন। প্রিয়াঙ্কার জয়ে অভিনন্দন রাজ্যের শাসকদলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “ঐতিহ্যশালী পরিবার থেকে এসেছেন। জয়লাভ করেছেন। আমাদের তরফ থেকে শুভেচ্ছা।” যদিও মহারাষ্ট্রের ফলাফলের পরে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তোলা হয়েছে প্রশ্ন।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version