Thursday, August 21, 2025

বিরোধীদের সব চক্রান্ত ব্যর্থ করে বাংলার ছয় কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ৬-এ ছক্কার প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আরজি করের ঘটনা নিয়ে বিপুল অপপ্রচার, চক্রান্ত, কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল প্রার্থীরা ৬টির মধ্যে ৬টি কেন্দ্রেই জয়ী হয়েছেন। ৬-০ ফলে বিরোধীদের পর্যুদস্ত করেছে। বিজেপি (BJP) শূন্য আর সিপিএম (CPIM) ধুয়েমুছে সাফ। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, বিজেপি ৩০২৬ সালেও বাংলায় ক্ষমতায় আসতে পারবে না।

তিনি বলেন, উপনির্বাচনে (by election) ভোটের শতাংশ দেখলেই বোঝা যাচ্ছে, প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। এটা মা-মাটি-মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এই বিপুল জয়ের পরে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব, আরও বেশি করে বাংলার উন্নয়ন করব। এরপরই তাঁর কটাক্ষ, বিজেপির ট্রেনি রাজ্য সভাপতি বলছেন, এত হারের পরও নাকি তারা ২০২৬ সালে ক্ষমতায় আসবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ৩০২৬ সালেও বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে না। কারণ বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিছ করেনি। একশো দিনের টাকা থেকে শুরু করে আবাসের প্রাপ্য টাকা দেয়নি, কুৎসা করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে। তাই বাংলার মানুষ তাঁদের কোনওদিনও সমর্থন করবে না। কুণাল বলেন, ৬টি কেন্দ্রেই জয় নিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবার কাছে পৌঁছেছে। কিন্তু যে পরিমাণে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র হয়েছে— বাংলার মানুষ সেটা ব্যর্থ করে দিয়েছে। তার জন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version