Monday, August 25, 2025

বিজেপির প্রতিহিংসার রাজনীতি। পরাজিত হয়ে দল ভাঙানোর খেলা। শেষ পর্যন্ত কোনও চক্রান্তই কাজ করল না। এমনকি বুথ ফেরৎ সমীক্ষায় ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের (Hemant Soren) প্রশাসনকে পরাজিত করে দেওয়া বুথ ফেরৎ সমীক্ষাকেও ভুল প্রমাণিত করে দিল ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল। ভোটে জিতে নিন্দুকদের একহাত নেওয়ার পাশাপাশি ঝাড়খণ্ডের (Jharkhand) জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জেএমএম নেত্রী কল্পনা সোরেন।

নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে জামিন পেয়েছিলেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) তার আগেই বিজেপির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বিরোধীদের চাপে রাখার রাজনীতিকে হাতিয়ার করে জনসমর্থন বাড়িয়ে ফেলেছিল। জেলমুক্ত হেমন্ত সেই অস্ত্রেই শান দিয়েছেন।

এরপরই জেএমএম (JMM) ও বিজেপি বিরোধী জোটকে পরাজিত করতে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে (Champai Soren) বিজেপিকে যোগদানও করায় বিজেপি। আদতে চম্পাইয়ের দলবদল যে ঝাড়খণ্ডের (Jharkhand) মানুষ ইতিবাচকভাবে নেননি তাও নির্বাচনের ফলাফলে প্রমাণিত।

লোকসভা নির্বাচন বা অন্যান্য বিরোধী রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজনীতিকে প্রভাবিত করে বিজেপি, সেই অঙ্ক ঝাড়খণ্ডের মানুষ প্রত্যাখ্যান করায় অভিনন্দন তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, “বিজেপির প্রতিহিংসার রাজনীতি বুমেরাং হয়েছে। যেটা পশ্চিমবঙ্গে করতে গিয়েছিল, হেমন্ত সোরেনের গ্রেফতার থেকে পরপর যা যা করেছে সবই বুমেরাং হয়েছে। সেই সঙ্গে তৃণমূল যেভাবে হেমন্তের পাশে দাঁড়াতে অবেদন করেছিল, তাতেও মানুষ সাড়া দিয়েছেন।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version