Friday, November 14, 2025

কংগ্রেসের মুখরক্ষা প্রিয়াঙ্কার, প্রথম নির্বাচনী লড়াইয়ে ছাপিয়ে গেলেন রাহুলকে

Date:

শনিবারের নির্বাচনের ফলাফল কংগ্রেসের কাছে অনেকদিক থেকেই ছিল গুরুত্বপূর্ণ। একদিকে কংগ্রেসের নেতৃত্ব মহারাষ্ট্রে (Maharashtra) জোটের সম্মানরক্ষার লড়াই। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট বেঁধে ঝাড়খণ্ড রক্ষার লড়াইও ছিল গুরুত্বপূর্ণ। তবে সবথেকে বেশি নজর ছিল কেরালার ওয়েনাড়ে (Wayanad)। প্রথমবার নির্বাচনের ময়দানে নামা প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) লোকসভা উপনির্বাচনে (Loksabha By election) কী ফলাফল নিয়ে আসছেন তিনি, তাতে নজর ছিল গোটা কংগ্রেস পরিবারের। শেষ পর্যন্ত ওয়েনাড় থেকে অবশ্য তিনি যে মার্জিনে জয় লাভ করেন তা ছাপিয়ে গিয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভোটের ব্যবধানকেও।

মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপি বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়া কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়েছে। জোটসঙ্গী দুই দলের থেকেই পিছিয়ে কংগ্রেস। অন্যদিকে ঝাড়খণ্ডে জেএমএমের (JMM) নেতৃত্বে মুখরক্ষা হয়েছে। তবে কংগ্রেসের ভরাডুবি আটকেছেন প্রিয়াঙ্কা। ওয়েনাড় লোকসভা (Wayanad Loksabha) নির্বাচনে বিপুল জয়ের মুখ দেখেছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (CPI) প্রার্থী সথ্যন মোকেরিকে ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোটে পরাজিত করেছেন তিনি। এর আগে ২০২৪ লোকসভা নির্বাচনেই রাহুল গান্ধীর জয়ের ব্যবধান ছিল ৩ লক্ষ ৬৫ হাজার।

দিনের শেষে তাই প্রিয়াঙ্কাকে নিয়েই কংগ্রেসের যত মাতামাতি। জয়ের পরে ওয়েনাড়ের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁকে নিজেদের প্রতিনিধি হিসাবে লোকসভায় পাঠানোর জন্য। সেই সঙ্গে ওয়েনাড়ে রাহুলের (Rahul Gandhi) পরিষেবার প্রসঙ্গ তুলে ধন্যবাদ জানিয়েছেন। প্রিয়াঙ্কার জয়ে অভিনন্দন রাজ্যের শাসকদলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “ঐতিহ্যশালী পরিবার থেকে এসেছেন। জয়লাভ করেছেন। আমাদের তরফ থেকে শুভেচ্ছা।” যদিও মহারাষ্ট্রের ফলাফলের পরে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তোলা হয়েছে প্রশ্ন।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version