Wednesday, November 12, 2025

রাজধানীর রাস্তায় কনস্টেবলকে কুপিয়ে খুন, এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত

Date:

শুক্রবার গভীর রাতে দিল্লিতে কর্তব্যরত পুলিশকে কুপিয়ে খুনের (Delhi police Constable Murder)ঘটনায় শনিবারই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (Delhi Police)। এবার রবিবারের ভোরে এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্তের বলেই পুলিশ সূত্রে জানা গেছে। ২২ তারিখ রাতে গোবিন্দপুরীর আর্য সমাজ মন্দির এলাকায় টহল দিচ্ছিলেন পুলিশ কনস্টেবল কিরণপাল সিং (Kiran Pal Singh)। তিন মদ্যপ যুবককে রাস্তায় স্কুটার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে স্কুটারের চাবি কেড়ে নেন। এরপরই ওই পুলিশকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ভোরেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রক্তাক্ত অবস্থায় কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজধানীতে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। শনিবার দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তৃতীয়জন এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন। সূত্র মারফত জানতে পেরে তাঁর ডেরায় হানা দেয় পুলিশ, ঘিরে ফেলে চারদিক। ঠিক তখনই অভিযুক্ত পাল্টা গুলি চালায় বলে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে শেষমেশ এনকাউন্টারে মূল অভিযুক্তের মৃত্যু হয়েছে।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version