Saturday, May 3, 2025

ঘাটাল শিশু উৎসব নিয়ে সাংসদ দেবের (Dev) সামনেই হাতাহাতিতে জড়ান আয়োজকরা। পরিস্থিতি সামলে দেবের দাবি ঘটনাটি দুঃখজনক। তবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা কাটিয়ে উঠে মেলা হবে বলেই দাবি করেন দেব। ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্ব। তবে এই ঘটনার রেশ কাটিয়ে ওঠার ক্ষমতা দেবের রয়েছে বলেই দাবি রাজ্যের শাসকদলের।

প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই ঘাটাল শিশুমেলা (Ghatal Sishumela) নিয়ে আগেই কমিটি তৈরি করেছিলেন। সাংসদ দেবের অনুমতি নিয়েই সেই কমিটি তৈরি হলেও একাংশের তৃণমূল কর্মীদের সেই কমিটি নিয়ে অসন্তোষ ছিল। রবিবার দেব (Dev) সেই অশান্তি বন্ধ করতে আলোচনায় গেলে তাঁকে ঘিরেই ক্ষোভ দেখাতে থাকেন একাংশের কর্মীরা। শেষ পর্যন্ত সেই অশান্তি হাতাহাতি ও চেয়ার ভাঙার দিকে গড়ায়। দেব ও শঙ্কর দলুই তাঁদের শান্ত করার চেষ্টা করলেও আহত হন বেশ কয়েকজন। বৈঠক না করেই বেরিয়ে যান দেব।

রবিবারের ঘটনা নিয়ে দেবের (Dev) দাবি, “আজকের ঘটনা দুঃখজনক। আমার বিশ্বাস এটা আমরা কাটিয়ে উঠব। শান্তি বজায় রাখার জন্য যা করার করব। কারো সঙ্গে রাগ অভিমান নেই। শান্তি বজায় রাখার জন্য যাকে যাতে বলার প্রয়োজন জানিয়েছি।”

এই ঘটনার পরে জেলা সভাপতির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে দলের পক্ষ থেকে মোটেও এই ঘটনাকে কোনও বড় ঘটনা বলে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, “অতি উৎসাহে হয় অনেক সময় এরকম। তৃণমূলের উৎসবে কাজ করার জন্য অনেকেই উৎসাহিত। ফলে বাসনে ঠোকাঠুকি লাগতে পারে। দেব যথেষ্ট দায়িত্বশীল, ও নিশ্চয়ই সামলে নেবে।”

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version