Tuesday, August 12, 2025

এ রাজ্যের রাজভবনে দু’বছর কাটিয়ে ফেলেছেন। সেই উপলক্ষে রাজভবনে নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার নিজের হাতে মূর্তিটির উন্মোচন করেন তিনি। সেই নিয়ে বিতর্ক তুঙ্গে রাজ্য রাজনীতিতে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে তীব্র কটাক্ষ করে বলেছেন , এমন দৃশ্য বেনজির।

শনিবার রাজভবনে চিত্র প্রদর্শনী ছিল। স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও হয়। আর তার সূচনা পর্বেই নিজের মূর্তি উন্মোচন করেন রাজ্যপাল। ভারতীয় জাদুঘর কর্তৃত্বের তরফে ওই মূর্তিটি উপহার দেওয়া হয় রাজ্যপালকে। মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা। সেই মূর্তিই শনিবার উন্মোচন করেন রাজ্যপাল বোস। (Kolkata Raj Bhawan)
জাদুঘরের তরফে ছবিটি মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়। আর সেই ছবি সামনে আসতেই হুলস্থুল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাজ্যপাল নিজে নিজেকে মহান বানাচ্ছেন, নিজেই নিজের পুজো করছেন বলে মন্তব্য করেন অনেকে।রাজ্যের মন্ত্রী ব্রাত্য লেখেন, এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন’।শিল্পী পার্থ সাহা ফাইবার দিয়ে রাজ্যপালের ওই মূর্তি তৈরি করেছেন। রাজ্যপালের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ না হলেও, ছবি দেখে মূর্তিটি তৈরি করেছেন তিনি। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল মূর্তিটি তৈরি করতে দেননি। জাদুঘর কর্তৃপক্ষ সেটি উপহার দিয়েছেন তাঁকে। কিন্তু ছবিতে রাজ্যপালকে নিজের মূর্তি উন্মোচন করতে দেখা গিয়েছে। জীবিত ব্যক্তির মূর্তিই বা কেন বসানো হবে, কেনই বা সেটির উন্মোচন হবে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version