এ রাজ্যের রাজভবনে দু’বছর কাটিয়ে ফেলেছেন। সেই উপলক্ষে রাজভবনে নিজের মূর্তি উন্মোচন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার নিজের হাতে মূর্তিটির উন্মোচন করেন তিনি। সেই নিয়ে বিতর্ক তুঙ্গে রাজ্য রাজনীতিতে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে তীব্র কটাক্ষ করে বলেছেন , এমন দৃশ্য বেনজির।
শনিবার রাজভবনে চিত্র প্রদর্শনী ছিল। স্কুল পড়ুয়াদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও হয়। আর তার সূচনা পর্বেই নিজের মূর্তি উন্মোচন করেন রাজ্যপাল। ভারতীয় জাদুঘর কর্তৃত্বের তরফে ওই মূর্তিটি উপহার দেওয়া হয় রাজ্যপালকে। মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ সাহা। সেই মূর্তিই শনিবার উন্মোচন করেন রাজ্যপাল বোস। (Kolkata Raj Bhawan)
জাদুঘরের তরফে ছবিটি মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়। আর সেই ছবি সামনে আসতেই হুলস্থুল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাজ্যপাল নিজে নিজেকে মহান বানাচ্ছেন, নিজেই নিজের পুজো করছেন বলে মন্তব্য করেন অনেকে।