Thursday, May 22, 2025

দুই নৌকায় পা ট্রুডোর: নিজের গোয়েন্দাদেরই বললেন ‘ক্রিমিনাল’!

Date:

Share post:

সরাসরি ভারত বিরোধিতার পথ থেকে সরে এসেছেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। কিন্তু খালিস্তানিদের সমর্থনের পথ থেকে যে সরে আসেননি ফের বুঝিয়ে দিলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী। সম্প্রতি ওট্টাওয়ার গোয়েন্দা বিভাগ দাবি করেছিল খালিস্তানি নেতা হারদীপ সিং নিজ্জর খুনে যোগ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রীর। কানাডা প্রশাসন গোয়েন্দা বিভাগের সেই দাবি নস্যাৎ করেছিল। সেই প্রসঙ্গে ট্রুডোর দাবি গোয়েন্দা দফতরের তথ্য ফাঁস যারা করেছেন তাঁরা অপরাধী (criminal)।

ভারত বিরোধী খালিস্তানিদের মদত দেওয়া নিয়ে ভারত কানাডার সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ হচ্ছে। তার মধ্যে কানাডার গোয়েন্দা বিভাগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকে (S Jaishankar) খুনে অভিযুক্ত হিসেবে দাবি করায় সম্পর্কের পারদ আরো চড়ে। এবার সেই আসরে নামলেন সরাসরি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। গোয়েন্দা বিভাগের দাবীকে তিনি অস্বীকার করলেন না। তবে গোয়েন্দাদের তথ্য ফাঁস করাকে অপরাধ বলে দাবি করলেন।

শনিবার একটি অনুষ্ঠানে ট্রুডোকে প্রশ্ন করা হয় ওট্টাওয়া গোয়েন্দা বিভাগ যে দাবি করেছে নিজ্জর খুনে মোদি ও জয়শঙ্করের যুক্ত থাকার তার সত্যতা কতটা, দুদেশের মধ্যে সম্পর্কই বা কেমন। উত্তরের ট্রুডোর দাবি গোয়েন্দা রিপোর্ট যারা ফাঁস করছে তারা অপরাধী। গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়ার কারণে ভুল তথ্যও ছড়াচ্ছে। এই অভিযোগে ইতিমধ্যেই জাতীয় স্তরের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ মাধ্যমের কাছে যাঁরা তথ্য ফাঁস করেন তাঁরা অপরাধী। ভারতের প্রধানমন্ত্রীকে খুনে অপরাধী দাবি প্রসঙ্গে ট্রুডোর দাবি, তাঁর প্রথম ও প্রধান কাজ কানাডার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা।

spot_img

Related articles

পিটিয়ে চামড়া ছাড়িয়ে নৃশংস হত্যা! অসমে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ

অসমের কাজিরাঙ্গার গোলাঘাট এলাকা থেকে উদ্ধার হল এক নৃশংসভাবে খুন হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। বাঘটির চারটি পা...

সৃঞ্জয়ের পর দেবাশিস, দলবদলু প্রসূন!

মাঠের লড়াইয়ের পর এবার ক্লাবের নির্বাচনের লড়াইয়েও দল বদলু প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee)। না আমরা বলছি না। বৃহস্পতিবার প্রসূন...

বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

শহর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রিয় বইয়ের গন্ধে এবার মাতোয়ারা অ্যাক্রোপলিস মল। ভরা গ্রীষ্মে বইমেলার আয়োজন, উদ্যোগে...

নির্বাচনে সচিবের পদে টুটু বোস লড়লে, আমি সরে দাঁড়াব: দেবাশিস

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দুই পক্ষই নেমে পড়েছে জোর প্রচারে। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করেছে মোহনবাগানের শাসক গোষ্ঠী।...