Monday, August 25, 2025

অজিদের বিরুদ্ধে দাপুটে জয় , কোন মন্ত্রে সাফল্য? ম্যাচের সেরা হয়ে মুখ খুললেন বুমরাহ

Date:

বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে দাপুটে জয় পায় ভারতীয় দল। এই টেস্টে ব্যাটার থেকে ভারতীয় বোলার সবাই দুরন্ত পারফরম্যান্স করে। তবে এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে যেভাবে দলকে ম্যাচে ফিরিয়েছেন তাতে প্রশংসা কুড়িয়েছেন বুমরাহ । সেই সুবাদে ম্যাচের সেরা হয়েছেন তিনি। আর সেরা হয়েই দলের কামব্যাকের রহস্য ফাঁস করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। পাশাপাশি জানালেন তিনি ম্যাচের সেরার পুরস্কার দিতে চান ১৬১ করা যশস্বী জসওয়ালকে।

ম্যাচের পর দলের জয় নিয়ে বুমরাহ বলেন, “ প্রথম ইনিংসে সত্যি চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু তারপরে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল সেটা অসাধারণ। আমি ২০১৮ সালে এখানে খেলেছি। জানতাম প্রথম দিকে উইকেট একটু নরম থাকে, তারপর গতি আরও বেড়ে যায়। তবে এবারের উইকেট এত সমস্যার নয়। “ এরপরই তিনি আরও বলেন, “ সকলকে বলেছিলাম নিজের দক্ষতার উপরে ভরসা রাখতে হবে। নিজের উপর আস্থা রাখলে অবশ্যই স্পেশাল কিছু করে দেখানো যায়।“

এই ম্যাচে শতরানের খরা কাটিয়েছেন বিরাট। বিরাটের শতরানের ইনিংস নিয়ে বুমরাহ বলেন, “ কোহলির এটা চার নম্বর অস্ট্রেলিয়া সফর। এখানকার উইকেট ওর থেকে ভাল কেউ বোঝে না। ওকে আমাদের দরকার। কোহলি ভালই খেলছিল। বড় রান আসছিল না। প্রথম ইনিংসে দুর্দান্ত একটা বলে ও আউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে যে শুরুটা পেয়েছে সেটা ও কাজে লাগিয়েছে। সিরিজের শুরুতে কোহলি শতরান পেয়ে যাওয়ায় আমাদের সুবিধা হল।“

এদিকে যশস্বী জসওয়ালকেও নিয়ে মুখ খোলেন বুমরাহ। তিনি বলেন, “ আমার চোখে এটা যশস্বীর সেরা টেস্ট ইনিংস। কারণ, প্রথম ইনিংসে ও রান পায়নি। দ্বিতীয় ইনিংসে ও খেলার ধরন বদলেছে। যশস্বী আক্রমণাত্মক ক্রিকেটার। সেভাবেই ও সাফল্য পেয়েছে। দ্বিতীয় ইনিংসে ও প্রথম দিকে ধরে খেলেছে। ওর স্বভাবের বিরুদ্ধে গিয়ে ব্যাট করেছে। এটা ওর প্রথম অস্ট্রেলিয়া সফর। সেখানে শুরুতেই ও দেখিয়েছে যে ও কতটা পরিণত। আমি হলে ওকে ম্যাচের সেরা বাছতাম।“

আরও পড়ুন-প্রথম টেস্টে অস্ট্রলিয়াকে হারিয়ে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ ফের শীর্ষে ভারত 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version