Saturday, November 8, 2025

ওয়াকফ নিয়ে জেপিসির মেয়াদ বৃদ্ধি: স্পিকারকে চিঠি বিরোধী দলের সাংসদদের

Date:

ওয়াকফ বিল (WAQF Bill) নিয়ে কেন্দ্রের স্বৈরাচারি নীতির বিরোধিতায় পিছু হঠতে বাধ্য হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তারপরেও জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) বিনা সার্ভে বা সঠিক পথে তদন্ত শেষ করার আগেই ফের সেই বিল পাশ করানোর জন্য তদ্বির শুরু করেছে কেন্দ্রের সরকার। যদিও পাল্টা বিরোধী সাংসদদের চাপের মুখে এবার আর ওয়াকফ বিল তড়িঘড়ি পাশ করা সম্ভব হবে না একক সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপির পক্ষে। জেপিসির বৈঠক ও তদন্ত সম্পূর্ণ করতে আরও সময় চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার (Speaker Om Birla) সঙ্গে দেখা করলেন বিরোধী দলের সাংসদরা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান জেপিসির মেয়াদ বৃদ্ধিতে সম্মতি জানিয়েছেন স্পিকার।

ওয়াকফ সংশোধনী বিলের জন্য গঠিত জেপিসি (JPC) নিয়ে বিরোধীরা আগেই অভিযোগ তুলেছিলেন পক্ষপাতদুষ্টভাবে পদক্ষেপ নিচ্ছেন চেয়ারম্যান জগদম্বিকা পাল (Jagadambika Pal)। বিরোধীরা চাপের মুখে অহেতুক যুক্ত করা সংস্থাগুলি ও তাদের সার্ভেকে বাতিল করে নতুন করে সার্ভে শুরু হয়। একাধিক রাজ্যে সেই সার্ভের কাজ শুরুও হয়েছে। তবে সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন যে কমিটিগুলি তৈরি হয়েছে তাঁদের রিপোর্ট দ্রুত পেশ করতে হবে এই অধিবেশনে। সেক্ষেত্রে ওয়াকফ সংক্রান্ত জেপিসির (JPC) তদন্ত প্রক্রিয়া শেষ হতে এখনও অনেক বাকি। ফলে বিরোধী সাংসদরা তার মেয়াদ বৃদ্ধির দাবি জানান।

সোমবার সংসদের অধিবেশন শুরুর আগেই স্পিকারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ নাদিমুল হক (Nadimul Haque), আপ সাংসদ সঞ্জয় সিং (Sanjay Singh), এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi), সাংসদ এ রাজা প্রমুখ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জেপিসির (JPC) চেয়ারম্যান বিরোধীদের দাবিতে বুলডোজার চালাচ্ছেন। এই পরিস্থিতিতে রিপোর্ট পেশ হলে তা ত্রুটিপূর্ণ হবে। স্পিকার বিরোধী সাংসদদের এই ভাবনাকে গুরুত্ব দিয়ে সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে বিতর্কের সঙ্গে যুক্ত সব রাজ্যের বক্তব্য শোনার পরে রিপোর্ট পেশ হওয়া নিয়েও সম্মতি দেন স্পিকার, দাবি তৃণমূল সাংসদের।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version