ফের কলকাতায় অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে বাঘাযতীন স্টেশনের কাছেই একটি চারতলা বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে।কীভাবে ওই বাড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনেন। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে দমকলের ইঞ্জিন আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে জানা গিয়েছে, ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকা অত্যন্ত জনবহুল। সেখানেই রয়েছে এই চারতলা বাড়িটি।
চারদিন আগেই ঢাকুরিয়ার কাকুলিয়া রোড এলাকার একটি বস্তিতে আচমকাই আগুন লাগে। দমকলকর্মীরা জানান, প্রদীপের থেকেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণের জেরে আগুন ভয়াবহ আকার নেয়। পরে দমকলের আটটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের আটটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়।খবর পেয়েই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নতুন করে তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।