Sunday, January 11, 2026

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম, কিছু ক্রিকেটার নিলামে ঝড় তুললেও, কিছু রয়েছেন অবিক্রিত, চলুন দেখে নেওয়া যাক তাদের নাম

Date:

Share post:

২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসেছিল ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। নিলামে ১০টি দল মোট ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে। এর মধ্যে ৬২ জন বিদেশি ক্রিকেটার। আট জন ক্রিকেটারের ক্ষেত্রে আরটিএম ব্যবহার করা হয়েছে। কিন্তু বেশ কিছু ক্রিকেটার অবিক্রিত বেশ কিছু কেইকেটার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার আইপিএল-এ দল পেলেন না ।

আইপিএল-এ দল না পাওয়ার মধ্যে যার নাম প্রথমে বলতে হয়, তিনি হলেন স্টিভ স্মিথ। অজি ক্রিকেটার নিজের জন্য আইপিএল মেগা নিলামে ন্যূনতম মূল্য রেখেছিলেন ২ কোটি টাকা। টি-২০ ক্রিকেটে বহুদিন নিজের ছাপ ফেলতে পারেনি। মনে করা হচ্ছে সেই কারণে দল পাননি স্মিথ। এর আগে আইপিএল-এ বহু দলে খেলেছেন স্মিথ। অধুনালুপ্ত রাইজিং পুণে সুপারজায়ান্টসে ধোনির জায়গায় অধিনায়কও হয়েছিলেন। ২০২১ মরশুমের পর তাঁকে আর আইপিএলের জগতে দেখা যায়নি। এরপরই যার নাম আসে তিনি হলেন ডেভিড ওয়ার্নার। অবসরও নিয়েছেন। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন অজি এই ক্রিকেটার। ২০১৬-এ আইপিএল জিতেছেন। তবে এবার কোন দলই নেয়নি ওয়ার্নারকে।

আইপিএল এ দল পৃথবী শা। ফিটনেশের জন্য বারবার তাঁকে সমালোচোলিত হতে হয়েছে। জাতীয় দল তো দূরের কথা, মুম্বইয়ের রনজি দলেও সুযোগ পান না। তাঁকেও নেয়নি কোন দল। এরপরই রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। সাম্প্রতিক কালে চেনা ফর্মে নেই কিউয়ি এই তারকা। ২০২১-এর আইপিএলের মাঝপথে সানরাইজার্সের অধিনায়ক হয়েছিলেন। ২০২৩-এ গুজরাট তাঁকে কিনলেও চোটের জন্য প্রায় কোনও ম্যাচেই খেলতে পারেননি। এখন ফিট হলেও, উইলিয়ামসনকে কেউ নেয়নি কোন দল।

এরপর রয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার শাকিব আল হাসান। বাংলাদেশের তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেটের বাইরে। ব্যাটে রান আসেনি। বল হাতে স্পিনের ম্যাজিকও অনেকটা ফিকে হয়েছে। এবার আইপিএলে শাকিবের ন্যূনতম মূল্য ছিল ১ কোটি টাকা। এই ক্রিকেটাররা ছাড়াও অবিক্রিত রয়েছেন, জেমস অ্যান্ডারসন এছাড়া অবিক্রিত থেকেছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান, উমেশ যাদব, সরফরাজ খান সহ আরও অনেক তারকা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...