Monday, January 12, 2026

সদ্য শেষ হয়েছে আইপিএল-এর মেগা নিলাম, কিছু ক্রিকেটার নিলামে ঝড় তুললেও, কিছু রয়েছেন অবিক্রিত, চলুন দেখে নেওয়া যাক তাদের নাম

Date:

Share post:

২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসেছিল ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। নিলামে ১০টি দল মোট ১৮২ জন ক্রিকেটারকে কিনেছে। এর মধ্যে ৬২ জন বিদেশি ক্রিকেটার। আট জন ক্রিকেটারের ক্ষেত্রে আরটিএম ব্যবহার করা হয়েছে। কিন্তু বেশ কিছু ক্রিকেটার অবিক্রিত বেশ কিছু কেইকেটার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার আইপিএল-এ দল পেলেন না ।

আইপিএল-এ দল না পাওয়ার মধ্যে যার নাম প্রথমে বলতে হয়, তিনি হলেন স্টিভ স্মিথ। অজি ক্রিকেটার নিজের জন্য আইপিএল মেগা নিলামে ন্যূনতম মূল্য রেখেছিলেন ২ কোটি টাকা। টি-২০ ক্রিকেটে বহুদিন নিজের ছাপ ফেলতে পারেনি। মনে করা হচ্ছে সেই কারণে দল পাননি স্মিথ। এর আগে আইপিএল-এ বহু দলে খেলেছেন স্মিথ। অধুনালুপ্ত রাইজিং পুণে সুপারজায়ান্টসে ধোনির জায়গায় অধিনায়কও হয়েছিলেন। ২০২১ মরশুমের পর তাঁকে আর আইপিএলের জগতে দেখা যায়নি। এরপরই যার নাম আসে তিনি হলেন ডেভিড ওয়ার্নার। অবসরও নিয়েছেন। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন অজি এই ক্রিকেটার। ২০১৬-এ আইপিএল জিতেছেন। তবে এবার কোন দলই নেয়নি ওয়ার্নারকে।

আইপিএল এ দল পৃথবী শা। ফিটনেশের জন্য বারবার তাঁকে সমালোচোলিত হতে হয়েছে। জাতীয় দল তো দূরের কথা, মুম্বইয়ের রনজি দলেও সুযোগ পান না। তাঁকেও নেয়নি কোন দল। এরপরই রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। সাম্প্রতিক কালে চেনা ফর্মে নেই কিউয়ি এই তারকা। ২০২১-এর আইপিএলের মাঝপথে সানরাইজার্সের অধিনায়ক হয়েছিলেন। ২০২৩-এ গুজরাট তাঁকে কিনলেও চোটের জন্য প্রায় কোনও ম্যাচেই খেলতে পারেননি। এখন ফিট হলেও, উইলিয়ামসনকে কেউ নেয়নি কোন দল।

এরপর রয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার শাকিব আল হাসান। বাংলাদেশের তারকা ক্রিকেটার সম্প্রতি ক্রিকেটের বাইরে। ব্যাটে রান আসেনি। বল হাতে স্পিনের ম্যাজিকও অনেকটা ফিকে হয়েছে। এবার আইপিএলে শাকিবের ন্যূনতম মূল্য ছিল ১ কোটি টাকা। এই ক্রিকেটাররা ছাড়াও অবিক্রিত রয়েছেন, জেমস অ্যান্ডারসন এছাড়া অবিক্রিত থেকেছেন জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান, উমেশ যাদব, সরফরাজ খান সহ আরও অনেক তারকা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার...

৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়

ব্যক্তিগত সমস্যা, কোভিড, শারীরিক অসুস্থতা সবমিলিয়ে জেরবার ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chattopadhyay)। পরিচালনার পাঠ একপ্রকার চুকিয়েই দিয়েছিলেন...

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল...

সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে...