Monday, August 25, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমএসএমই-তে (MSME) এগিয়ে বাংলা। ইতিমধ্যেই রাজ্যজুড়ে তৈরি হয়েছে ৯০ লক্ষ এমএসএমই। সেই এমএসএমইগুলিতে কর্মসংস্থান হয়েছে ১.৪ কোটিরও বেশি। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সেক্টরে মহিলা উদ্যোক্তার (women entrepreneur) সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা‌। এই পরিস্থিতিতে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের আরও উৎসাহী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। সরকারের পক্ষ থেকে জেলায় জেলায় ‘শিল্পের সমাধান’ শিবির করা হবে। ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সেই ‘শিল্পের সমাধান’ (Shilper Samadhan) শিবির।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে রাজ্য শিল্প-বান্ধব হয়ে উঠেছে। রাজ্য সরকার এমএসএমই (MSME) সেক্টরকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই এই ক্ষেত্রে সমস্যা সমাধানে জেলায় জেলায় শিবিরের পরিকল্পনা। এই শিবিরে সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে অবহিত করা হবে। শিল্প সচেতন করে তুলতে বিশেষ করে পাঠ দেওয়া হবে মহিলাদের। বাংলায় মহিলা উদ্যোগপতির সংখ্যা দেশের মধ্যে সেরা। স্বনির্ভর করে তুলতে আরও বেশি করে এই ক্ষেত্রে মহিলাদের উপস্থিতি বাড়াতে চাইছে সরকার। নিবিড় কর্মসংস্থানে ক্ষুদ্র শিল্পোদ্যোগী হিসেবে মহিলাদের অন্তর্ভুক্তিতে উৎসাহিত করাই রাজ্যের লক্ষ্য। গ্রামীণ এলাকাগুলি তো বটেই পাশাপাশি পুর এলাকাগুলিতেও শিল্পের সমাধান শিবির খোলা হবে। ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবির। শিবিরগুলি সফল করতে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ক্ষুদ্র শিল্পোদ্যোগী হতে বেকার ছেলেমেয়েদের অংশগ্রহণ বাড়াতেই এই প্রচার।

বেকারদের ব্যবসায় উৎসাহিত করতে রাজ্য ইতিমধ্যেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (credit card) চালু করেছে। যার মাধ্যমে ব্যবসার জন্য ঋণ নিলে রাজ্য সুদে ভর্তুকি (subsidy) দেয়। এমন আর কী সুযোগ-সুবিধা রয়েছে এই ক্ষেত্রে, তা শিল্পের সমাধান শিবিরে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। ব্যাঙ্ক ঋণ (bank loan) থেকে বিভিন্ন সরকারি ছাড়পত্র নিয়েও যাতে কোনও হয়রানির শিকার হতে না হয়, সেই ব্যাপারেও গাইড করা হবে শিবির থেকে।

Related articles

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...
Exit mobile version