Saturday, August 23, 2025

সংসদে অভিষেক: দলীয় সাংসদদের অধিবেশনে তৃণমূলের রণকৌশল বার্তা, বুধে সংসদীয় দলের বৈঠক

Date:

জাতীয় কর্মসমিতির বৈঠকে দিল্লিতে দলের মুখপাত্র ঘোষণা হওয়ার পরের দিনই রাজধানীতে হাজির তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লিতে পা দিয়েই সংসদে পৌঁছে যান অভিষেক৷ দলীয় সাংসদদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ।

সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক৷ এর পরেই মঙ্গলবার সকালেই দিল্লি (Delhi) পৌঁছে সরাসরি সংসদে যান ডায়মন্ড হারবারের সাংসদ৷ সেখানে তাঁকে স্বাগত জানান তৃণমূল (TMC) সাংসদরা। তৃণমূল সূত্রের খবর, এর পরেই সংসদে দলীয় পার্টি অফিসে বসেই দলের সাংসদদের সঙ্গে আধ ঘণ্টা বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বর্তমান সংসদীয় রাজনীতির পরিস্থিতি জানেন তিনি।

তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এবারের শীতকালীন অধিবেশনে বাংলার সঙ্গে বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, বাংলার বকেয়া বিপুল পরিমাণ টাকা আটকে রাখা, সারের দাম বৃদ্ধি এবং মণিপুরের হিংসা নিয়ে সংসদে সুর চড়াবেন দলীয় সাংসদরা- বার্তা দেন অভিষেক। এর পরেই তিনি জানান, চলতি সংসদীয় অধিবেশনে কোন পদ্ধতিতে এগোনো হবে তার রূপরেখা তৈরির জন্য বুধবার তৃণমূলের সংসদীয় দলের বৈঠক হবে৷

সংক্ষিপ্ত আলাপচারিতার মধ্যেই অভিষেক (Abhishek Banerjee) দলের প্রত্যেক সাংসদের কুশল জানতে চান অভিষেক। অনেক সাংসদ দলীয় কাজে রাজ্যে ব্যস্ত থাকায় এদিন দিল্লিতে পৌঁছতে পারেননি৷ তাঁরা বুধবার তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে যোগ দেবেন বলে অভিষেককে জানান দলের বর্ষীয়ান সাংসদরা। অন্যান্য সাংসদের মধ্যে অভিষেকের সঙ্গে এদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়ান, লোকসভায় মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভা সাংসদ নাদিমুল হক, লোকসভার সাংসদ শতাব্দী রায়, জুন মালিয়া, অসিত মাল, ইউসুফ পাঠান, প্রতিমা মণ্ডল প্রমুখ৷ বৈঠকের পরে সংসদ ভবনের মকরদ্বারের সামনে দাঁড়িয়ে দলের সাংসদদের সঙ্গে ছবিও তোলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক।








Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version