রাজ্যজুড়ে ভরপুর শীতের আমেজের মাঝেই এবার বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পারদ পতন অব্যাহত, কলকাতার তাপমাত্রা নামলো ১৭ ডিগ্রিতে। উত্তরবঙ্গে অনুভূত শীত। দার্জিলিং, কালিম্পং-সহ বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নীচে রয়েছে বলে জানা যাচ্ছে। এর মাঝেই মঙ্গলবার পাহাড়ে বৃষ্টির কথা জানালো হাওয়া অফিস(Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই উইকন্ডে বৃষ্টি হতে পারে। দার্জিলিঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও ঝাড়গ্রাম-সহ সকল জেলাতে জাঁকিয়ে শীত পড়বে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আপাতত বৃষ্টির সতর্কতা নেই। তবে সকাল রাতে কুয়াশার দাপট চলবে।
