হু হু করে কলকাতায় পারদ পতন, শীতের আমেজের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি! 

রাজ্যজুড়ে ভরপুর শীতের আমেজের মাঝেই এবার বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পারদ পতন অব্যাহত, কলকাতার তাপমাত্রা নামলো ১৭ ডিগ্রিতে। উত্তরবঙ্গে অনুভূত শীত। দার্জিলিং, কালিম্পং-সহ বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে নীচে রয়েছে বলে জানা যাচ্ছে। এর মাঝেই মঙ্গলবার পাহাড়ে বৃষ্টির কথা জানালো হাওয়া অফিস(Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই উইকন্ডে বৃষ্টি হতে পারে। দার্জিলিঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও ঝাড়গ্রাম-সহ সকল জেলাতে জাঁকিয়ে শীত পড়বে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আপাতত বৃষ্টির সতর্কতা নেই। তবে সকাল রাতে কুয়াশার দাপট চলবে।