যৎসামান্য বরাদ্দ বাড়ল মিড ডে মিলের: শিশুদের পুষ্টি নিয়ে উদাসীন কেন্দ্র! তোপ ব্রাত্যর

সর্বশিক্ষা অভিযান নিয়ে বিজ্ঞাপনের ঘটা আছে কেন্দ্রীয় সরকারের। অথচ শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়ে চূড়ান্ত উদাসীন মোদি সরকার। আর দ্রব্যমূল্যের এত বৃদ্ধি সত্ত্বেও মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দ নাম কা ওয়াস্তে বাড়িয়েছে কেন্দ্র। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

এই বিষয় নিয়ে ব্রাত্য বসু (Bratya Basu) জানান, “কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক মিড ডে মিলের বরাদ্দ যৎসামান্য বাড়িয়েছে। প্রাথমিকে ছিল à§« থেকে ৪৫ পয়সা সেটা এখন হয়েছে ৬ টাকা ১৯ পয়সা। উচ্চ প্রাথমিকে ছিল à§® টাকা à§§à§­ পয়সা সেটা এখন হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। অর্থাৎ প্রাথমিকে বেড়েছে ৭৪ পয়সা উচ্চ প্রাথমিকে বেড়েছে à§§ টাকা ১২ পয়সা। অথচ আমরা দাবি করেছিলাম প্রতি স্তরে ন্যূনতম অন্তত ৩টাকা করে বাড়ানো হোক।”

এরপরই তোপ থেকে ব্রাত্য বলেন, “আবার প্রমাণিত হল, শিশুদের মুখের খাবারের গুণাগুণ বা পরিমাণ বৃদ্ধিতে দেশের কেন্দ্রীয় সরকার কতটা উদাসীন আর নির্লিপ্ত।”