Wednesday, August 27, 2025

আপাতত দু মাসের জন্য শান্তি। যুদ্ধ বিরতির (Declaration of Armistice) সিদ্ধান্ত নিল ইজরায়েল (Israel) । মঙ্গলবার রাতে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israeli Prime Minister Benjamin Netanyahu)। আগামী ৬০ দিন ইজরায়েল এবং হিজবুল্লা একে অপরের উপর কোনও হামলা চালাবে না। স্বাক্ষরিত হয়েছে চুক্তি।

দু’বছর ধরে যুদ্ধ চলছে।এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় লেবাননে প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৬ হাজার। ২৭ নভেম্বর স্থানীয় সময় ভোর ৪টে থেকে কার্যকর হচ্ছে এই সংঘর্ষবিরতি। পরিস্থিতি অনুযায়ী এই চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে খবর। হিজবুল্লা গোষ্ঠী ও ইজরায়েলের মধ্যে এই যুদ্ধ বিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমেরিকা ও ফ্রান্স। চুক্তির শর্তে বলা হয়েছে, হিজবুল্লা ও অন্যান্য জঙ্গি সংগঠন ইজরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হবে না। আগামী দুমাসের মধ্যে লেবানন নিজেদের এলাকা নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তাবাহিনী মোতায়েন করতে পারবে। লেবাননে হিজবুল্লা তাদের জঙ্গি সংগঠন নতুন করে তৈরি করতে পারবে না। যদি হিজবুল্লা বা অন্য কোনও জঙ্গি সংগঠন ইজরায়েলের জন্য ঝুঁকির কারণ হয় তবে অবশ্যই আত্মরক্ষার অধিকার থাকবে ইজরায়েলের। চুক্তি সম্পন্ন হওয়ার পরেই আমেরিকা জানিয়েছে, মধ্যপ্রাচ্য নিয়ে ভালো খবর রয়েছে। ইজরায়েল ও লেবাননের প্রধানমন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে। ইজরায়েল ও হিজবুল্লার মধ্যে ধ্বংসাত্মক যুদ্ধ শেষ করতে আমেরিকার প্রস্তাব মেনে নিয়েছে দুই পক্ষই। এই চুক্তির পর আমেরিকাকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু এক্সে-এ লিখেছেন, “সংঘর্ষবিরতি চুক্তি সম্পন্ন হলেও এর মেয়াদ কতদিন থাকবে তা লেবাননের উপর নির্ভর করছে। কোনওভাবে শর্ত লঙ্ঘন করলে কড়া জবাব দেব আমরাও।”


Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version