মঙ্গলবার ছিল সংবিধান দিবস। সেই উপলক্ষে রাজ্য বিধানসভায় (Assembly) কেন্দ্রের সংবিধান (constituency) লঙ্ঘন নিয়ে প্রস্তাব এনেছিলেন অধ্যক্ষ। দু’দিনের সেই আলোচনার দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার রাজ্য বিধানসভায় আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পেশ করবেন তাঁর বক্তব্য। প্রথম দিনেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রেখেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ অন্য মন্ত্রী-বিধায়করা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ব এবং ন্যায়বিচারের মূল্যবোধকে সমুন্নত রাখার বার্তা দেবেন তিনি। সেইসঙ্গেও কেন্দ্রকে নিশানায় তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বিধানসভায় শীতকালীন অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশে নানাভাবে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে। সেই ঘটনা উদ্বেগজনক। তাই এই মর্মে সংবিধান দিবস থেকে শুরু করে দু’দিন ধরে বিধানসভায় সংবিধান লঙ্ঘন নিয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি। ওই প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিধানসভার সব সদস্যকে সংবিধান দিবসের আলোচনায় অংশগ্রহণ করতে অনুরোধ জানান তিনি। মঙ্গলবার এই আলোচনায় সরকার ও বিরোধীপক্ষ একে অপরের বিরুদ্ধে তোপ দাগেন। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল। সেই স্মরণে প্রতিবছর দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। রাজ্য বিধানসভা দু’দিন ধরে আলোচনা রেখেছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেবেন। এছাড়া শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, নির্মল ঘোষের মতো সরকার পক্ষের প্রবীণ সদস্যরা সংবিধান দিবসের এই বিশেষ আলোচনায় অংশ নেন এবং এদিন নেবেনও।
