Thursday, December 4, 2025

প্যান কার্ড বদল নিয়ে বিভ্রান্তি! এখনই আবেদন নয়, জানালো অর্থমন্ত্রক

Date:

Share post:

প্যান কার্ডে (PAN Card) জুড়ে যাবে কিউআর কোড (QR Code), কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরই বিভ্রান্তি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তির ‘ডায়নামিক কিউআর কোড’-সহ প্যান কার্ড চালু করার কথা জানিয়েছে। কিন্তু এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে একগুচ্ছ প্রশ্ন তৈরি হয়েছে। এই কার্ড করে কী সুবিধা হবে? এখনই কী কার্ড বদল করতে হবে? পুরনো প্যান কার্ডের আয়ু কত দিন? নতুন কার্ডের জন্য কীভাবে আবেদন করতে হবে? হঠাৎ করে জনমানসে বিভ্রান্তি তৈরি হওয়ায় নয়া বার্তা দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Union Ministry of Finance)। দেশবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না(existing PAN card holders are not required to apply for new PAN)। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও (PAN) বদলের প্রয়োজন আপাতত নেই।তবে কার্ডে নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সে জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা অর্থাৎ ‘প্যান ২.০’ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

‘ডায়নামিক প্যান কার্ড’- সম্পর্কে কেন্দ্রের ঘোষণার পর থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। অনেকে আবার QR কোডের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন। অর্থমন্ত্রক বলছে, ২০২৩-এর বাজেটেই বলা হয়েছিল যে সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েই সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে। শুধুমাত্র প্যান-ই এ জন্য ব্যবহার করা হবে। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল থাকলেও আগামিতে ‘প্যান ২.০’ চালু হলে একটিই পোর্টাল থাকবে। যাঁদের কাছে কিউআর কোড-হীন প্যান কার্ড আছে, তাঁরা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন। তা এখন বা ‘প্যান ২.০’ চালু হওয়ার পরেও করা যাবে। এখনই এই নিয়ে চিন্তিত হওয়ার বা উদ্বেগের কিছু নেই।


spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...