Tuesday, November 4, 2025

এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক

Date:

এয়ার ইন্ডিয়ার এক মহিলা পাইলটের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। তার প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগ, যুবক তাকে নানা ভাবে হেনস্থা করতেন। এমনকি, তরুণীকে নিরামিষ খাওয়া শুরু করতেও বাধ্য করেছিলেন।

জানা গিয়েছে, সৃষ্টি তুলি নামের ২৫ বছরের তরুণী এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিমান চালাতেন। উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন মুম্বইতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানেই আদিত্য পণ্ডিতের সঙ্গে তার আলাপ হয়। দু’জনের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। সম্প্রতি মুম্বইয়ের ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি, প্রাথমিক ভাবে তেমনটাই মনে করছে পুলিশ।

মৃতের পরিবার এফআইআরে দাবি করেছে, তরুণীকে রীতিমতো হেনস্থা করতেন যুবক। ইচ্ছার বিরুদ্ধে তাঁকে একাধিক কাজ করতে বাধ্য করতেন তিনি। আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবার খাওয়া প্রেমিকের কথাতেই শুরু করেছিলেন ওই তরুণী, অভিযোগ পরিবারের। তাদের বক্তব্য, প্রেমিকের কারণেই তরুণী মানসিক অবসাদে ভুগতেন, যার ফলে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। গ্রেফতার করা হয় যুবককে।

ঘটনার সময় তরুণীর প্রেমিক দিল্লি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷ সেইসময় সৃষ্টি তাকে ফোন করে জানান, যে তিনি আত্মহত্যা করবেন ৷ এমন ফোন পেয়ে মাঝপথেই তড়িঘড়ি আদিত্য ফিরে এলেও শেষরক্ষা হয়নি ৷ ঝুলন্ত অবস্থায় পাইলটের দেহ উদ্ধার হয় আন্ধেরির ফ্ল্যাটে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version