ধান বোঝাই ইঞ্জিনভ্যানের চাকায় মর্মান্তিক মৃত্যু দুবছরের শিশুর! 

সকাল সকাল দুর্ঘটনা বসিরহাটের (Basirhat) হাড়োয়া এলাকায়। ধান বোঝাই ইঞ্জিনভ্যানের চাকার তলায় পড়ে মৃত্যু ২ বছরের শিশুর। শোকের ছায়া এলাকায়। ঘটনায় আটক ভ্যানচালক।

স্থানীয় সূত্রে খবর, হাড়োয়া বিদ্যাধরী সেতু (Vidyadhari Bridge) পেরোনোর সময় সময়েই ধান বোঝাই ইঞ্জিনের সামনে পড়ে যায় শিশু। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইঞ্জিন। পুলিশ এবং এলাকাবাসীরা দ্রুত শিশুকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।ভ্যান চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।