Thursday, August 28, 2025

ওয়াকফ বিলের নামে বুলডোজার চালাচ্ছে কেন্দ্র, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী

Date:

ওয়াকফ বিলের বিরোধিতায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, কেন্দ্রীয় আইন ওয়াকক ধ্বংস করছে। ওয়াকফ সংশোধনী বিলের নামে বুলডোজার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তিনি এদিন বাংলাদেশের ইসকন প্রধানের গ্রেফতারি নিয়েও চড়া সুরে তোপ দাগেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই ওয়াকফ বিল তৈরি করা হয়েছে। এই বিল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। নয়া বিলে মুসলিমদের অধিকার খর্ব করা হয়েছে। কেন্দ্র ওয়াকফ ধ্বংস করতে এই বিল এনেছে। ধর্মের নামে এই রাজনীতি বরদাস্ত করা হবে না। বুলডোজার চালিয়ে কাউকে উচ্ছেদ করা যাবে না।
এদিন ট্যাব জালিয়াতি নিয়েও চড়া সুরে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হ্যাকার চক্র ট্যাবের টাকা গায়েব করেছে। এই জালিয়াতি রুখতে আমরা অ্যাপ তৈরি করেছি। ট্যাব জালিয়াতি বরদাস্ত নয়। এর পিছনে রয়েছে জামতাড়া গ্যাং।

বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতেও তিনি এদিন সরব হন। মুখ্যমন্ত্রী জানান, এটি অন্য দেশের বিষয়। কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত। এ ব্যাপারে আলাদাভাবে কোনও অবস্থান নিচ্ছে না বাংলার সরকার। কেন্দ্রের পাশে থেকে এ বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমারদের সরকারের নীতি হল, অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে থাকব। একযোগে তার মোকাবিলা করব। যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হয়, আমরা তার তীব্র নিন্দা করি।‌ কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হলে আমরা তা সমর্থন করিনি। এ ব্যাপারে আমি এখানকার ইসকন প্রধানের সঙ্গে কথা বলেছি।

আরও পড়ুন- সংবিধান হাতে ধরে সংসদে সাংসদ হিসাবে শপথগ্রহণ প্রিয়াঙ্কা গান্ধীর

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version