বৃহস্পতিবারের সকালে ধর্মতলা বাসস্ট্যান্ডে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার (Fake Currencies seizes by KP) করল পুলিশ। বাংলাদেশের অস্থির সময় সুযোগ নিয়ে কি সক্রিয় হচ্ছে পাচার চক্র? তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালে শহরের বাইরের একটি বাস ধর্মতলায় আসতেই সেখানে পৌঁছে যান কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ-এর সদস্যরা। সূত্রের খবর মনোয়ার সিং শেঠ নামে এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে।

কলকাতা পুলিশের তরফে বিস্তারিত কিছু জানানো না হলেও, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র থেকেই এই জাল নোট নিয়ে আসা হয়েছে। যদিও উত্তরবঙ্গ থেকে আসা বাস থেকে টাকা উদ্ধার নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। ধৃত মনোয়ার শুধুই একজন হ্যান্ডলার নাকি এজেন্ট?কোথা থেকে এই টাকা এলো? কলকাতায় কাদের কাছে এই টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল? শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
