বিধানসভায় বিধায়কের অভিযোগ। আর সেই অভিযোগ শুনে তৎক্ষণাৎ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় (Assembly) ধান কেনার ক্ষেত্রে কারচুপির বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস (Bairon Biswas)। এই নিয়ে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যে জেলায় জেলায় চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু করেছে রাজ্য সরকার। ধানের মধ্যে ধুলো, বালি, কাঠি ইত্যাদি থাকে। এই সব কারণে কুইন্টাল পিছু ধান থেকে ৩ কেজি করে বাদ দেওয়া হয়। সাগরদিঘির বিধায়ক বাইরনের অভিযোগ, সরকারি নিয়ম রয়েছে ৩ কেজি ধান কাটার। সেখানে ৫ কেজি করে কেটে নেওয়া হচ্ছে। ফলে চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সাগরদিঘি-সহ বিভিন্ন বিধানসভা থেকে এই অভিযোগ তাঁর কাছে এসেছে বলে জানান বাইরন।
অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Panth) বিষয়টির তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় কোন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
