Saturday, August 23, 2025

ঝাড়খণ্ডে ক্লাসে ঢুকে প্রধান শিক্ষিকাকে গুলি করল এক শিক্ষক। হঠাৎ করেই এমন এক ভয়ঙ্কর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেওঘর মোহনপুর ব্লকের চিত্রপোকা আপগ্রেডেড মধ্য বিদ্যালয়ে এদিনের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রধান শিক্ষিকা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে গুলি বার করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

আজ, বৃহস্পতিবার দুপুরে দিকে স্কুল চলাকালীন প্রধান শিক্ষিকা চাঁদনী কুমারী ক্লাসে বাচ্চাদের পড়াচ্ছিলেন। হঠাৎ করেই অভিযুক্ত শিক্ষক হাতে পিস্তল নিয়ে ক্লাসে ঢুকে পড়ে এবং প্রধান শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে প্রধান শিক্ষিকার হাতে। ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তবে সেখানে অপেক্ষা না করে অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্কুলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। ‌গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হাতে লাগার ফলে প্রাণে বেঁচে গেলেন প্রধান শিক্ষিকা। যেকোন সময় কোন পড়ুয়ার গায়ে লাগতে পারত গুলি। দিশেহারা হয়ে ছাত্রছাত্রীরা যে যার মতো স্কুল থেকে পালিয়ে যায়। ‌অভিভাবকরা জানান এই ঘটনায় তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে।

রক্তাক্ত প্রধান শিক্ষিকাকে দেখে আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে পড়ুয়ারা। ক্লাস থেকে বেরিয়ে ছুটতে থাকে তারা। গুলির শব্দ ও বাচ্চাদের চিৎকার শুনে স্কুলের অন্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত প্রধান শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যায়। এরপরেই ডাক্তররা অস্ত্রোপচার করে তার দেহ থেকে গুলি বার করেন। সূত্রের খবর, অভিযুক্ত শিক্ষক প্রধানশিক্ষিকার থেকে মিডডে মিলের বরাদ্দ থেকে অর্থ দাবি করেছিলেন। কিন্তু প্রধান শিক্ষিকা রাজি না হওয়ায় ওই শিক্ষক তাঁকে গুলি করেন।

আরও পড়ুন- মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত, ব্যর্থ ইউনূস সরকার: চিন্ময় দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি হাসিনার


Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version