শেষ প্রথম পর্যায়ের কাউন্সেলিং! এবার সংরক্ষিত আসনের প্রাথমিক তালিকা প্রকাশ এসএসসির

ইতিমধ্যেই শেষ হয়েছে উচ্চ প্রাথমিকে প্রথম পর্যায়ের কাউন্সেলিং প্রক্রিয়া। এবার ১০ শতাংশ সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। যদিও এটি প্রাথমিক তালিকা। এই তালিকায় ১৮৭২ জন পার্শ্ব শিক্ষকের নাম ঘোষণা করা হয়েছে।

এসএসসি সূত্রে খবর, এই তালিকা পরবর্তীকালে পরিবর্তিত হতে পারে। এই প্রাথমিক তালিকা মূলত প্রার্থীদের বয়স এবং যোগ্যতার ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে দশটি শূন্যপদ থাকলে ১৪ জন প্রার্থীকে সেখানে ডাকা হবে। তবে গোটা বিষয়ে সরকারের তরফে শূন্য পদের সম্পূর্ণ তথ্য মেলার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। এদিকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সে তালিকার অনুমতি আদালত দেওয়ার পর তাকে আরও একবার যাচাই করা হবে এরপর এই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে চাকরিপ্রার্থীদের। এরপর ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের প্যানেল প্রকাশ করে কাউন্সিলিংয়ের জন্য ডাকবে এসএসসি।