চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরত দিতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। এবার তার নেতৃত্বে এলেন হাইকোর্টের আর এক অবসরপ্রাপ্ত বিচারপতি। জানা গিয়েছে, অসুস্থতার কারণে বিচারপতি এসপি তালুকদার এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। চিটফান্ড কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে।
সারদা-সহ বিভিন্ন চিটফান্ড বা অর্থলগ্নি সংস্থার দ্বারা প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি তদারকির জন্য এই কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তি নিলামে বিক্রি করে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, হাইকোর্টের তত্ত্বাবধানে কাজ করবে তালুকদার কমিটি। তবে সেই কমিটির কাজের খরচ বহন করবে রাজ্য সরকার।এরপর থেকে তালুকদার কমিটি অর্থলগ্নি সংস্থাগুলির সম্পত্তির মাধ্যমে টাকা ফেরানোর কাজ করে চলেছে।