Friday, November 28, 2025

আজ লাল-হলুদের সামনে নর্থইস্ট ইউনাইটেড

Date:

Share post:

আজ আইএসএল-এর ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। এদিন ঘরের মাঠ যুবভারতীতে লাল-হলুদের সামনে নর্থইস্ট ইউনাইটেড। আজ আইএসএলে প্রথম জয়ের খোঁজে শুক্রবার ঘরের মাঠে কঠিন পরীক্ষার সামনে লিগের লাস্টবয় ইস্টবেঙ্গল। সামনে এবারের লিগের ডার্ক হর্স ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। যারা এখনও পর্যন্ত চলতি আইএসএলে সবচেয়ে বেশি ২১ গোল করেছে। পয়েন্ট টেবলে রয়েছে তিন নম্বরে। নর্থইস্টের মরোক্কান ফরোয়ার্ড আলাদিন আজেরাই এখনও পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা। পিছিয়ে নেই নেস্টর আলবিয়াচও। পিছন থেকে বল বাড়ানোর জন্য রয়েছেন জিথিন এমএস। শুক্রবার যুবভারতীতে এই ত্রিফলাকে আটকানোই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কাছে। বিশেষ করে আলাদিনকে নিয়ে একটু বেশিই ভাবতে হচ্ছে কোচ অস্কার ব্রুজোকে।

গত কয়েকদিনের মতো ম্যাচের আগের দিনও অনুশীলনে বাঁ-দিক থেকে অপারেট করা আলাদিনকে আটকানোর মহড়া সারেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার রাইট উইং হাফে জিকশন সিংকে খেলাতে পারেন আলাদিনকে অ্যাটাকিং থার্ডের আগেই আটকে দিতে। মাঝমাঠে সাউল ক্রেসপোর সঙ্গী হয়তো সৌভিক চক্রবর্তী ও পিভি বিষ্ণু। নন্দকুমার ও নাওরেম মহেশ না থাকায় বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়েই ভরসা রাখছেন অস্কার। সেন্ট্রাল ডিফেন্সে ফিট হয়ে যাওয়া হেক্টর ইয়ুস্তে এবং হিজাজি মাহেরের মধ্যে একজন শুরু করবেন আনোয়ার আলির পাশে। দুই সাইড ব্যাকে হয়তো লালচুংনুঙ্গা ও মহম্মদ রাকিপ। আপফ্রন্টে নিচ থেকে অপারেট করবেন মাধি তালাল। ফরোয়ার্ড দিমি দিয়ামানতাকোস।

কোচ অস্কার বললেন, ‘‘আমরা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামছি। ওরা সবচেয়ে বেশি গোল করেছে। দলে বৈচিত্র রয়েছে। ওদের অ্যাওয়ে ম্যাচ হলেও সারাক্ষণ নিশ্চয় ওরা ডিফেন্স করবে না। আমাদের সেই মতো পরিকল্পনা করে খেলতে হবে। তাই এই ম্যাচটা ‘ওপেন’ হতে চলেছে। আমাদের সতর্ক থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে। আর ড্র-তে সন্তুষ্ট হলে চলবে না।’’
আলাদিনকে আটকানোর পরিকল্পনা নিয়ে অস্কার বলেন, ‘‘ওকে আমরা টিমগেম খেলেই আটকাব। পায়ে বেশিক্ষণ বল রাখতে দেব না। ফুটবলাররা বল না পেলে তাদের খেলা হারিয়ে যায়। আলাদিনকে আমরা বল নিয়ন্ত্রণে রাখতে দেব না।’’

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ঘরের মাঠেই শুরু হরমনপ্রীতদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি, প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে  নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব।...

নিজেদের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা, শেয়ার করলেন প্রথম ঝলক

চলতি বছরই বাবা-মা হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) ও কিয়ারা আডবানি (Kiara Advani)। মেয়ের জন্মের পর থেকেই তাকে...

ভারী বর্ষণের জেরে বন্যা-ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা 

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত শ্রীলঙ্কায় (Rain disaster in Srilanka) মৃত্যু মিছিল। একটানা ভারী বৃষ্টিতে দেশ জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৮ নভেম্বর (শুক্রবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৬৩০ ₹ ১২৬৩০০ ₹ খুচরো পাকা সোনা ১২৬৯৫...