তিনি একজন উচ্চ পদস্ত সরকারি আধিকারিক। তার পরেও তাঁর আরও একটি পরিচয় আছে। একজন প্রকৃতি প্রেমী ফটোগ্রাফার বা আলোকচিত্রী। যিনি আজ বেশ জনপ্রিয় আলোকচিত্রিপ্রেমী এবং প্রকৃতি প্রেমী মানুষের কাছে। তিনি অনুপম হালদার।

সম্প্রতি তাঁর একাডেমি অফ ফাইন আর্টসে হয়ে গেল একক ক্রিয়েটিভ ফটোগ্রাফি প্রদর্শনী। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুম্বাযের অভিনেত্রী মন্দাকিনী এবং টলিউডের বিশিষ্ট অভিনেত্রী পাওলি দাম। চলতি পশ্চিম বঙ্গ সরকার আয়োজিত চারুকলা উৎসবেও স্থান পেয়েছে তাঁর অনন্য ছবি। এছাড়াও তাঁর ফটো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে কলকাতার প্রায় সব প্রদর্শন শালায়। দিল্লি, মুম্বাই থেকে প্রশংসিত হয়েছেন বহুবার।

অনুপমের ছবি এখন শহরের বিভিন্ন সেলেবদের গৃহশোভায় শোভিত হচ্ছে। নামী দামী পাঁচতাঁরা হোটেলে অনুপমের ছবি বাড়তি রুচির পরিচয় বহন করছে। ইতি মধ্যেই তিনি বেঙ্গল এক্সিলেন্স পুরস্কার , বাংলা দেশের টেলি ভিসন রিপোর্টার্স ‘Trab ” award, বঙ্গ পূরুষ সম্মান সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

আরও পড়ুন- বাড়ল তাপমাত্রা, শীতের আমেজ সরিয়ে বৃষ্টির ভ্রুকুটি