Wednesday, August 20, 2025

গঙ্গোপাধ্যায় বাড়ির কন্যার জীবনে রঙিন বসন্ত! বন্ধুর প্রেমের প্রস্তাবে ‘হ্যাঁ’ সৌরভের ভাইঝির

Date:

বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যা প্রেমে পড়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Saurav Ganguly) ভাইঝির জীবনে শীতের আমেজে এলো বসন্ত। দীর্ঘদিনের বন্ধুর সঙ্গেই প্রেমের সম্পর্কে (Love relationship) জড়িয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) মেয়ে স্নেহা। খবরে সিলমোহর দিলেন তাঁর মা মোম গঙ্গোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তাঁর প্রেমিকের ছবিও শেয়ার করেছন।

চলতি বছরেই বিবাহ বিচ্ছেদ করে অর্পিতা চট্টোপাধ্যায়কে (Arpita Chatterjee) বিয়ে করে নতুন ইনিংস শুরু করেছেন সিএবি (CAB) প্রেসিডেন্ট। মেয়ের জীবনে নতুন মানুষ আসার খবরের তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আবেগে আপ্লুত স্নেহাশিসের প্রাক্তন স্ত্রী মোম (Mome Ganguly)। তাঁর পোস্টে রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে যুগলকে। একটি ছবিতে একেবারে ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে স্নেহাকে আংটি সহ প্রেমের প্রস্তাব দিতেও দেখা গিয়েছে প্রেমিক নিখিলকে। মোম লেখেন, ‘একটা ভীষণ মিষ্টি, পড়াশোনা অন্ত প্রাণ, পরিশ্রমী এবং মিশুকে তরুণের সঙ্গে সদ্য স্নাতক মেয়ে, যে স্নাতকোত্তর পর্বের প্রথম বছরে পড়াশোনা করছিল, আলাপ হয়। সঙ্গে সঙ্গেই খুব ভাল বন্ধুত্ব গড়ে ওঠে। আমি কার্যত নিজে দেখেছি দুই খুব ভাল বন্ধু কীভাবে ব্যক্তিগত, শিক্ষা সংক্রান্ত ও সামাজিক সমস্যা কাটিয়ে উঠতে একে অপরকে সাহায্য করেছে এবং অভিজ্ঞদের মতো করে সমস্ত কিছু সামলেছে। ক্লান্তিহীন দলগত প্রচেষ্টা। আর ওদের যে দুর্দান্ত বোঝাপড়া আর রসায়ন, তাতেই ওরা একে অন্যের প্রতি প্রেম আবিষ্কার করে। এবং একদিন রোমাঞ্চকর একটি ট্রেকিংয়ের ফাঁকে নিখিল যখন স্নেহাকে প্রেমের প্রস্তাব দেয়, ও রাজি হয়ে যায়।’ যদিও সৌরভ বা ডোনার তরফ থেকেও এই সংক্রান্ত কোনও মন্তব্য আসেনি।


Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version