Doctors Convention: আজ আমতলায় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠকে অভিষেক

আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর পর থেকেই প্রতিবাদ, আন্দোলন আর রাজনীতির মাঝে কোথাও গিয়ে যেন ডাক্তারদের সঙ্গে সাময়িক দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ ২৪ পরগনার আমতলায় আয়োজিত ডক্টর্স কনভেনশনে (Doctors Convention) রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে কথা বলবেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিকেল তিনটে নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

 

কোভিড থেকে আমফান, ইয়াস ঘূর্ণিঝড় থেকে অতিবৃষ্টি – যেকোনও প্রাকৃতিক দুর্যোগে নিজের লোকসভা এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়ান অভিষেক। তাঁকে সবসময় সক্রিয়ভাবে পাশে পান ডায়মন্ড হারবারের মানুষ। চিকিৎসকদের আন্দোলনের পর এই প্রথম প্রায় হাজার চিকিৎসকের মুখোমুখি হবেন অভিষেক। স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে সমন্বয় সভা থেকে কথা বলবেন অভিষেক। আজ প্রতিটি মেডিক্যাল কলেজ থেকে আমতলায় বাসে যাবেন চিকিৎসকরা। হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকেও বাস ছাড়বে। আমন্ত্রিত চিকিৎসকদের জন্য আলাদা প্রবেশপত্র থাকছে। মডার্ন মেডিসিন, আয়ুষ মিলিয়ে বাংলার প্রায় ১২০০ ডাক্তারের এই বৈঠকে যোগদানের সম্ভাবনা রয়েছে।