Thursday, August 21, 2025

বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, নিরাপত্তা কামনায় বিশ্বেজুড়ে শান্তিপ্রার্থনা-কীর্তনের ডাক ইসকনের

Date:

বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। দেশজুড়ে নিন্দার ঝড়। দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে (Bangladesh) গ্রেফতার সাধু চিন্ময় কৃষ্ণদাস। এবার বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা কামনায় রবিবার সারাবিশ্বে শান্তিপ্রার্থনা ও কীর্তনের আয়োজন করছে ইসকন।

বাংলাদেশে শে‌খ হাসিনার (Shekh Hasina) সরকারের পতন ও ইউনূসের কেয়ার টেকার সরকার ক্ষমতায় আসার পর থেকেই সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। সেই অত্যাচারের প্রতিবাদ করাতেই ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময়কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। খারিজ হয়েছে জামিনের আবেদন। এর পর থেকে আরও জোরাল হয়েছে প্রতিবাদ। পুলিশের (Police) সঙ্গে সংঘর্ষে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। অভিযোগ, দমন আরও বাড়িয়ে ইউনূস সরকার। চিন্ময়-সহ ইনসকনের সঙ্গে জড়িত ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক মাসের জন্য ‘ফ্রিজ’ করেছে ইউনূস সরকার। বাংলাদেশি সংবাদপত্রের খবর অনুযায়ী, ইসকনের সঙ্গে যোগ থাকায় সে দেশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে।

আরও খবর: জাল পাসপোর্ট-সহ কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশের নেতা!

এই পরিস্থিতিতে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে শান্তিপ্রার্থনা ও কীর্তনের আয়োজন করছে ইসকন। ভারত, বাংলাদেশ-সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার যে যে প্রান্তে ইসকনের মন্দির রয়েছে সেখানে কীর্তন করা হবে। নিকটবর্তী ইসকন মন্দিরে শান্তিপ্রার্থনায় শামিল হওয়ার জন্য ভক্তদের ইসকনের তরফে আহ্বান জানানো হয়েছে।








Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version