Tuesday, November 4, 2025

নেশামুক্তির কেন্দ্রে পিটিয়ে ‘খুন’! পলাতক বারুইপুরের সংস্থার কর্মীরা

Date:

নেশামুক্তি কেন্দ্র থেকে হাসপাতালনে ভর্তি হওয়া যুবকের মৃত্যুর জেরে রণক্ষেত্র বারুইপুরের (Baruipur) ১৫ নম্বর ওয়ার্ড এলাকা। পরিবারের দাবি ওই কেন্দ্রে অত্যধিক মারের জেরে তাঁদের পরিবারের যুবকের মৃত্যু হয়। এরপরই ওই কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ (Baruipur poice) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী বা মালিকপক্ষ।

বারুইপুরের প্রায় দশ বছর ধরে চলা ওই নেশামুক্তি কেন্দ্রে (wellness centre) আবাসিকদের মারধরে অভিযোগ দীর্ঘদিনের। হাসপাতাল লাগোয়া এই কেন্দ্রে বছর দেড়েক আগে ভর্তি করানো হয় দক্ষিণ গড়িয়ার (South Garia) বাসিন্দা সৌরভ মণ্ডল নামে এক যুবককে। সেখানেই শুক্রবার সকাল থেকে সে অসুস্থ হয়ে পড়ে বলে বারুইপুর হাসপাতাল সূত্রে জানা যায়। সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করে কেন্দ্রের কর্তৃপক্ষ। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

এরপরই এই খবর পেয়ে পরিবারের লোকেরা চড়াও হয় ওই নেশামুক্তি কেন্দ্রে। অভিযোগ তোলা হয় মারধরের জেরে মৃত্যু হয়েছে সৌরভের। ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের তদন্তের আশ্বাসে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়। এরপরই ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দাবি করেন ওই কেন্দ্র নিয়ে আগেও অনেক অভিযোগ উঠেছে। সেই সঙ্গে প্রায়ই সেখানে মারধর ও কান্নাকাটির আওয়াজ পান স্থানীয়রা, এমনটাই অভিযোগ। গোটা ঘটনায় ওই কেন্দ্রের মালিক ও কর্মচারীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version