Friday, January 2, 2026

আইএসএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?

Date:

Share post:

অবশেষে গতকাল আইএসএল-এ প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে হারায় লাল-হলুদ । আর দলের এই জয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। বললেন, খেলায় শুধু পরিবর্তনই নয়, দল এখন অনেক বেশি গোছানো। পাশাপাশি মহামেডানের বিরুদ্ধে ম্যাচটা দলের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানান লাল-হলুদ কোচ।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে অস্কার বলেন, “ মহামেডানের বিরুদ্ধে ম্যাচটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগায়। ওদের বিরুদ্ধে ক্লিন শিট রাখতে পারায় আমরা প্রথম পয়েন্ট পাই। আজকের জয় আমাদের তিন পয়েন্ট এনে দিয়েছে। গত ম্যাচের মতো আমরা একসঙ্গে ডিফেন্স করেছি। যার ফলে প্রতিপক্ষের কাজটা আরও কঠিন হয়ে ওঠে। দলের জন্য আমাদের সব ম্যাচেই এ রকম লড়াই করতে হবে। এই খেলাটা আমাদের বজায় রাখতে হবে।“

এরপরই লাল-হলুদ কোচ জানান, দলের ওপর যে শুরু থেকেই তাঁর যথেষ্ট আস্থা ছিল। এই নিয়ে অস্কার বলেন, “দলের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তাকে কাজে লাগিয়ে তাকে সাফল্যে রূপান্তরিত করার দায়িত্ব আমাকে দেয় ক্লাব। প্রথম দিন থেকেই দলের ওপর আমার আস্থা ছিল। কারণ, প্রথম দিন থেকেই আমি বিশ্বাস করি যে দলের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। লিগ টেবলের একেবারে নীচে থাকার মতো দল ক্লাব বানায়নি। আমি দলের ভালোর জন্য উপায় বাতলে দিতে পারি। কিন্তু তা তো হাতে কলমে করে দেখাত হবে খেলোয়াড়দেরই। আমার ধারণা দলের ছেলেরা বুঝতে পারছে, এটাই ভাল ব্যাপার। ওরা গোলের সুযোগ তৈরি করছে, আগের চেয়ে বেশি সংখ্যক ক্রস দিচ্ছে, এটা দলের পক্ষে ভাল। ”

এই ধারাবাহিকতাই বজায় রাখতে চান অস্কার। এই নিয়ে তিনি বলেন, “নর্থইস্ট অনেক গোলের সুযোগ তৈরি করেছে । একবার বল ক্রসবারে লেগে ফিরেও আসে। আমাদের আইএসএলে এখন কী করতে হবে, তা এখন দলের সকলেরই জানা। সেই জন্যই প্রায় প্রত্যেকে ভাল খেলতে পারছে। ধারাবাহিকতা এসেছে খেলার মধ্যে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে, যা মোটেই সহজ হবে না। আজ থেকে আমাদের পরের ম্যাচগুলি নিয়ে শুধু ইতিবাচক ভাবনাই ভাবতে হবে।“

আরও পড়ুন- আজ ঘরের মাঠে চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য মোলিনার


spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...