Thursday, August 21, 2025

দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাঁদের: অভিষেক

Date:

কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আর সেই বৈঠকের বিভিন্ন কমিটি গঠন। শৃঙ্খলারক্ষায় সংসদীয়, পরিষদীয় এবং দলীয় স্তরে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এই নিয়ে শনিবার আমতলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানালেন, দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাঁদের।

কর্মসমিতির বৈঠকে তৃণমূল মুখপাত্রের তালিকা প্রকাশ হয়। সেখানে দিল্লির বিষয়ে যে কমিটি করা হয়েছে সেখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই প্রথম এই বিষয়ে মন্তব্য করেন অভিষেক। তাঁর কথায়, “দল ও নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। আমি আমার কাজ করেছি। রেজাল্ট দেখে আমি পাঠিয়েছি। দল সিদ্ধান্ত নেবে কবে করবে।”

আরও খবর: ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতি পাশ না করলে প্রাইভেট মেম্বার বিল আনব: গর্জে উঠলেন অভিষেক

এর পরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “দল যাঁদের দায়িত্ব দিয়েছে, যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাঁদের!“ অর্থাৎ দল যাঁদের দায়িত্ব দিয়েছে, আগামী দিনে তাঁদের সেটা প্রমাণ করতে হবে। অভিষেকের কথায়, ”আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তা পালন করেছি। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য।”

শৃঙ্খলারক্ষা কমিটি প্রসঙ্গে অভিষেক বলেন, “দল শৃঙ্খলারক্ষা কমিটি করেছে। দল নানা দায়িত্ব দিয়েছে নানা জনকে। সেই দায়িত্ব আগামী দিনে তাঁদের প্রমাণ করতে হবে। তারা কতটা পটু। আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তা পালন করেছি। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য।”








Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version