Sunday, May 4, 2025

নারী সুরক্ষায় অপরাজিতা বিল (Aparajita Bill) কতটা গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরেও রাজ্যপাল (Governor) ও রাষ্ট্রপতির (President of India) কাছে আটকে রয়েছে সেই বিল। আইনে পরিণত করে রাজ্য সরকারের এই উদ্যোগকে এখনও রাজ্যের নারীদের সুরক্ষায় প্রয়োগ করতে পারছে না রাজ্য সরকার। বিলকে (Aparajita Bill) আইনে পরিণত করার পদ্ধতি দ্রুত করার দাবিতে শনিবার থেকে পথে নামলেন তৃণমূলের মহিলা নেতৃত্ব। দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতায় দুটি পৃথক মিছিলে নিজেদের দাবি তুলে ধরলেন তাঁরা।

দক্ষিণের মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), সাংসদ মালা রায় (Mala Roy)। যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। নারী সুরক্ষায় জোর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উদ্যোগে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল আনা হয়েছিল। রাজ্যপালের স্বাক্ষরের পরেই আটকে থাকা বিলকে দ্রুত পাশ করার দাবি জানাতে এই মিছিলে পা মেলান বহু সাধারণ মহিলারা। সেই সঙ্গে প্রথম সারিতে উপস্থিত ছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, কাউন্সিলর মৌসুমি দাস, নেত্রী প্রিয়দর্শিনী হাকিম।

অন্যদিকে উত্তরে মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) নেতৃত্বে শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুপ্তি পাণ্ডে, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী। একদিকে তৃণমূল নেতৃত্ব যখন দাবি করছে ধর্ষণের মতো ঘটনায় যখন দ্রুত বিচারের ব্যবস্থা করে শাস্তির পথে হেঁটেছে বাংলার সরকার, তখন অন্যান্য রাজ্য তথা কেন্দ্রের সরকারেরও সেই আইন আনা উচিত। সেই দাবিই মিছিল থেকে জানান তৃণমূলের মহিলা নেতৃত্ব। রবিবার ব্লকে ব্লকে এই বিলকে (Aparajita Bill) আইনে পরিণত করার দাবিতে পথে নামবেন জেলার তৃণমূল মহিলা কর্মীরা।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version