Friday, November 7, 2025

অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবি: রাজপথ কাঁপালেন তৃণমূলের মহিলারা

Date:

নারী সুরক্ষায় অপরাজিতা বিল (Aparajita Bill) কতটা গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরেও রাজ্যপাল (Governor) ও রাষ্ট্রপতির (President of India) কাছে আটকে রয়েছে সেই বিল। আইনে পরিণত করে রাজ্য সরকারের এই উদ্যোগকে এখনও রাজ্যের নারীদের সুরক্ষায় প্রয়োগ করতে পারছে না রাজ্য সরকার। বিলকে (Aparajita Bill) আইনে পরিণত করার পদ্ধতি দ্রুত করার দাবিতে শনিবার থেকে পথে নামলেন তৃণমূলের মহিলা নেতৃত্ব। দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতায় দুটি পৃথক মিছিলে নিজেদের দাবি তুলে ধরলেন তাঁরা।

দক্ষিণের মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), সাংসদ মালা রায় (Mala Roy)। যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। নারী সুরক্ষায় জোর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উদ্যোগে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল আনা হয়েছিল। রাজ্যপালের স্বাক্ষরের পরেই আটকে থাকা বিলকে দ্রুত পাশ করার দাবি জানাতে এই মিছিলে পা মেলান বহু সাধারণ মহিলারা। সেই সঙ্গে প্রথম সারিতে উপস্থিত ছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, কাউন্সিলর মৌসুমি দাস, নেত্রী প্রিয়দর্শিনী হাকিম।

অন্যদিকে উত্তরে মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) নেতৃত্বে শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুপ্তি পাণ্ডে, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী। একদিকে তৃণমূল নেতৃত্ব যখন দাবি করছে ধর্ষণের মতো ঘটনায় যখন দ্রুত বিচারের ব্যবস্থা করে শাস্তির পথে হেঁটেছে বাংলার সরকার, তখন অন্যান্য রাজ্য তথা কেন্দ্রের সরকারেরও সেই আইন আনা উচিত। সেই দাবিই মিছিল থেকে জানান তৃণমূলের মহিলা নেতৃত্ব। রবিবার ব্লকে ব্লকে এই বিলকে (Aparajita Bill) আইনে পরিণত করার দাবিতে পথে নামবেন জেলার তৃণমূল মহিলা কর্মীরা।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version