Sunday, May 4, 2025

‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতি পাশ না করলে প্রাইভেট মেম্বার বিল আনব: গর্জে উঠলেন অভিষেক

Date:

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ‘সেবাশ্রয়’-এর সূচনায় ১২০০ চিকিৎসকের সম্মেলন। আর সেই মঞ্চ থেকে অপরাজিতা বিল পাশের দাবিতে গর্জে উঠলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি সাফ জানালেন, বিরোধীরাও যদি সংসদের অ্যান্টি রেপ বিল আনে, তিনি নিজে সেটা সমর্থন করবেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা বিল’ দ্রুত আইনে পরিণত করার দাবি জানান অভিষেক। না হলে তৃণমূল বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানান অভিষেক।

শনিবার, আমতলায় মেগা সম্মেলন থেকে অভিষেক জানান, আর জি করের ঘটনায় প্রথমদিন থেকে বলেছি যে বা যারা এই কাজ করছে তাদের বাঁচার অধিকার নেই। তৃণমূল সাংসদের কথায়, এই নারকীয় ঘটনা বন্ধের একমাত্র পথ কঠোর আইন আনা। রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা করেছেন ‘অপরাজিতা বিল’ বিধানসভায় পাশ করিয়ে। এখন সেটি রাষ্ট্রপতির কাছে পড়ে রয়েছে। এই বিল পাশ হয়ে গেলে, তা অন্যান্য রাজ্যের আইন করা যেতে পারে। অভিষেক বলেন, হত তিন মাস ধরে অভয়ার মৃত্যু নিয়ে এত প্রতিবাদ হচ্ছে আর তার মধ্যে দেশজুড়ে প্রতি ১০মিনিটে ধর্ষণ হচ্ছে। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, এতেই প্রমাণ হয়, ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের আইন প্রয়োজন। অভিষেক জানান, ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতি পাশ না করলে আমি প্রাইভেট মেম্বার বিল আনব। কঠোর আইন পাশ হলে তবেই ধর্ষণ বন্ধ হবে-মত তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অভিষেক বলেন, জি টুয়েন্টির সময় অর্ডিন্যান্স করে দিল্লির সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছিল কেন্দ্র। তাহলে এখন কেন অ্যান্টি রেপ বিল আনছে না! অপরাজিতা বিল আইন হলে দোষী ৫০ দিনে শাস্তি পাবে। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, পারিপার্শ্বিক প্রমাণ যদি মেলে তাহলে কেন ৫ বছর ধরে দোষীকে খাওয়াব? কেন তাঁর প্রাণ দণ্ড হবে না? হিসেব দিয়ে তিনি বলেন, একজন বন্দিকে খাওয়াতে দিন ৩০০ টাকা খরচ হয়। ৫ বছরে ৬ লাখ টাকা খরচ। সেই টাকায় ৬টা গরিব মানুষ বাড়ি সে পাবেন।

অপরাজিত বিল রাষ্ট্রপতি পাশ না করলে আগামী দিনে বৃহত্তরে আন্দোলনে যাবেন বলে জানান অভিষেক।








Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version