Monday, November 10, 2025

পদযাত্রা চলাকালীন হামলা অরবিন্দ কেজরিওয়ালের উপর, ধৃত হামলাকারী

Date:

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) উপর হামলা রাজধানীর গ্রেটার কৈলাশ এলাকায়। এক যুবক আচমকাই তরল বস্তু ছোড়ে কেজরিওয়ালের উপর। নিরাপত্তা কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় সেই যুবককে। এই ঘটনায় ফের রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে আপ (AAP)। শুক্রবারই আপ ও তৃণমূলের সাংসদরা সংসদের (Parliament) বাইরে দিল্লির বাড়তে থাকা অপরাধের প্রতিবাদে সরব হয়েছিলেন। ঠিক তার পরদিনই ফের প্রশ্নের মুখে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা।

গ্রেটার কৈলাশ (Greater Kailash) এলাকায় পদযাত্রা চলাকালীন আচমকাই অপ্রীতিকর ঘটনা। এক যুবক নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপের ভিতর থেকে হাত বাড়িয়ে কোনও তরল পদার্থ ছুড়ে দেন কেজরিওয়ালের (Arvind Kejriwal) গায়ে। ঘটনার আকস্মিকতায় খানিকটা আতঙ্কিত হয় পড়েন কেজরিওয়ালও (Arvind Kejriwal)। তবে প্রবল ভিড়ের মধ্যে থাকায় সঙ্গে সঙ্গেই ধরে ফেলা হয়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

এই ঘটনার পরই সরব আপ। দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের (Saurabh Bharadwaj) দাবি, রাজধানীতে অপরাধ দিনের পর দিন বেড়েই চলেছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) ব্যর্থতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গ্রেটার কৈলাশেই সম্প্রতি এক জিমের মালিককে কুপিয়ে খুন করা হয়েছে। সেই এলাকাতেই আক্রান্ত কেজরিওয়াল। এই ঘটনায় রাজধানীতে ভয়ের পরিবেশ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন আপ মন্ত্রী।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version