Tuesday, November 11, 2025

ট্রাম্পের প্রশাসনে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, FBI-এর পরিচালক কাশ প্যাটেল

Date:

আমেরিকার (America) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরেই একের পর এক ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতকে গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার সেই তালিকায় নাম উঠে এলো কাশ প্যাটেলের। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) এর পরিচালক পদে তাঁকে বসলেন আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এর আগে সিআইএ প্রধান হওয়ার দৌড়ে নাম ছিল কাশ প্যাটেলের। কিন্তু পরবর্তীতে জন ব়্যাটক্লিফ এই পদের জন্য নির্বাচিত হন। নিজের এক্স হ্যান্ডলে ট্রাম্প লেখেন, “আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে এফবিআই-এর পরবর্তী পরিচালক হিসেবে কাজ করবেন কাশ্যপ ‘কাশ’।”

কাশ্যপ প্রমোদ প্যাটেল আমেরিকার (America) প্রশাসনিক মহলে ‘কাশ’ নামেই খ্যাত। হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা পদে দীর্ঘদিন কাজ করেছেন। এর আগে ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিসম ডিরেক্টরেট অফ দ্য ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলর সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন কাশ।

কাশের বাবা উগান্ডার নাগরিক ও মা তানজানিয়ার।১৯৭০ সালে কানাডা থেকে আমেরিকায় যায় গুজরাতি এই পরিবার। কাশের জন্ম নিউইয়র্কেই। এখন নিউইয়র্কেরই বাসিন্দা তাঁরা। সেখানেই কাশ প্যাটেলের লেখাপড়া। পরে ফ্লোরিডা গিয়ে স্টেট পাবলিক ডিফেন্ডার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে আরও চার বছর ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। ওয়াশিংটনে গিয়ে সেখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিসে টেররিসম প্রসিকিউটর হিসেবে কাজ করেন। ২০২০ সালে আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষা সচিব ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হন কাশ।








Related articles

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...
Exit mobile version