Saturday, January 31, 2026

বাংলার পথেই কেজরিওয়াল, দিল্লি নির্বাচনে জোটে ‘না’

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে জোটে নয়, একাই লড়বে আপ। স্পষ্ট জানিয়ে দিলেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বিধানসভা থেকে লোকসভা, নির্বাচনে যেভাবে বাংলায় কোনও জোটে না থেকেই লড়াই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এবার সেই পথেই কেজরিওয়ালের আপ (AAP)। যেভাবে একের পর এক নির্বাচনে I.N.D.I.A. জোটের সঙ্গে লড়াই করে বিভিন্ন ছোট দলগুলি জয় ছিনিয়ে আনছে, তা দেখেই এবার একা লড়াইতে প্রত্যয়ী আপ। সেই সঙ্গে লোকসভা নির্বাচনে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে আর জোটের পথে নেই দিল্লির শাসক দল।

দিল্লিতে বাড়তে থাকা দুষ্কৃতীমূলক কাজকর্মের প্রতিবাদ করে সংসদের (Parliament) বাইরে সরব হয়েছিলেন আপ সাংসদরা। সেখানে তাঁদের পাশে জোট সঙ্গী তৃণমূল বিধায়ক ছাড়া আর কোনও দলের সাংসদদের এমনকি কংগ্রেস সাংসদদেরও দেখা যায়নি। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) বিরুদ্ধে মুখ খোলার শাস্তি হিসাবে গ্রেফতার হন এক আপ বিধায়ক। অথচ রাজধানী শহরে দুষ্কৃতীদের ধরতে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্রের অমিত শাহর (Amit Shah) মন্ত্রক। তবে এবার সব জবাব নির্বাচনে দিতে চায় আপ (AAP)।

বিধায়কের গ্রেফতারির বিরোধিতায় সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা কেজরিওয়ালের, দিল্লির নির্বাচনে কোনও জোট হচ্ছে না। সম্প্রতি বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। হরিয়ানা (Haryana) ও মহারাষ্ট্রে (Maharashtra) ব্যর্থতার কারণ খুঁজতে নিজেরাই হিমশিম খাচ্ছে কংগ্রেস। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে বিরোধী জোট জয় পেলেও তার সিংহভাগ কৃতিত্ব হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM)। অন্যদিকে লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনে বিরোধী জোটের পরাজয়ের কারণ হিসাবেও কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে। ফলে ২০২৫ বিধানসভা নির্বাচনে আপ যে কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছে না, স্পষ্ট করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

spot_img

Related articles

সেন্সর জটিলতায় থালাপতির বিদায়ী ছবি, সুপ্রিম কোর্টে প্রস্তুত CBFC

থালাপতি বিজয়ের (Thalapati Vijay) বিদায়ী সিনেমা ‘জন নয়গন’ (Jana Nayagan) নিয়ে সেন্সর জট যেন কাটছেই না। উল্টে প্রতি...

বিজেপি খুঁজছে শকুনের মৃতদেহ! আনন্দপুরের আগুন নিয়ে মোদির পাল্টা অভিষেক

আনন্দপুরের কারখানায় আগুন লাগার ঘটনা নিয়ে বাংলায় এসেই সরব স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগুন লাগার তদন্তে কোনও সাহায্য...

স্কটিশ চার্চ কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

স্কটিশ চার্চ কলেজের (Scottish Church College) ছাত্রীর স্বাভাবিক মৃত্যু (mysterious death)! হস্টেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার করার পর তাঁকে...

হাওড়া জগৎবল্লভপুর বিধানসভায় সেবাশ্রয় শিবির, প্রথম দিনেই উপচে পড়া ভিড় 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) 'সেবাশ্রয়' (Sebaashray) কর্মসূচি ডায়মন্ড হারবার, নন্দীগ্রামের পর এবার পৌঁছে...