Friday, January 9, 2026

বাংলার পথেই কেজরিওয়াল, দিল্লি নির্বাচনে জোটে ‘না’

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে জোটে নয়, একাই লড়বে আপ। স্পষ্ট জানিয়ে দিলেন দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বিধানসভা থেকে লোকসভা, নির্বাচনে যেভাবে বাংলায় কোনও জোটে না থেকেই লড়াই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এবার সেই পথেই কেজরিওয়ালের আপ (AAP)। যেভাবে একের পর এক নির্বাচনে I.N.D.I.A. জোটের সঙ্গে লড়াই করে বিভিন্ন ছোট দলগুলি জয় ছিনিয়ে আনছে, তা দেখেই এবার একা লড়াইতে প্রত্যয়ী আপ। সেই সঙ্গে লোকসভা নির্বাচনে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে আর জোটের পথে নেই দিল্লির শাসক দল।

দিল্লিতে বাড়তে থাকা দুষ্কৃতীমূলক কাজকর্মের প্রতিবাদ করে সংসদের (Parliament) বাইরে সরব হয়েছিলেন আপ সাংসদরা। সেখানে তাঁদের পাশে জোট সঙ্গী তৃণমূল বিধায়ক ছাড়া আর কোনও দলের সাংসদদের এমনকি কংগ্রেস সাংসদদেরও দেখা যায়নি। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) বিরুদ্ধে মুখ খোলার শাস্তি হিসাবে গ্রেফতার হন এক আপ বিধায়ক। অথচ রাজধানী শহরে দুষ্কৃতীদের ধরতে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্রের অমিত শাহর (Amit Shah) মন্ত্রক। তবে এবার সব জবাব নির্বাচনে দিতে চায় আপ (AAP)।

বিধায়কের গ্রেফতারির বিরোধিতায় সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা কেজরিওয়ালের, দিল্লির নির্বাচনে কোনও জোট হচ্ছে না। সম্প্রতি বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। হরিয়ানা (Haryana) ও মহারাষ্ট্রে (Maharashtra) ব্যর্থতার কারণ খুঁজতে নিজেরাই হিমশিম খাচ্ছে কংগ্রেস। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে বিরোধী জোট জয় পেলেও তার সিংহভাগ কৃতিত্ব হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM)। অন্যদিকে লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনে বিরোধী জোটের পরাজয়ের কারণ হিসাবেও কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে। ফলে ২০২৫ বিধানসভা নির্বাচনে আপ যে কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছে না, স্পষ্ট করে দিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

spot_img

Related articles

জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার,...

মাঠ পরিষ্কারের কাজ সম্পূর্ণ, আইএসএলের আগে ছন্দে ফিরবে যুবভারতী?

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মেসি কাণ্ডের বিশৃঙ্খার ঘটনা ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরছে যুবভারতী(Yubha bharati )। পুলিশের...

ধোপে টিকল না ইডি-র আবেদন: প্রধান বিচারপতি বদল করলেন না মামলার দিন-বিচারপতি

বিচারপতি মামলা নতুন দিন নির্ধারণ করে দেওয়ার পরে আবার সেই মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ...

প্রধানমন্ত্রী কথা রাখেননি: ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে রিপোর্ট কার্ড চাইলেন অভিষেক

রাজ্যে এসআইআর আবহে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নতুন করে পায়ের তলার মাটি ছিনিয়ে নিয়ে পথে দাঁড় করানোর পরিকল্পনায় কেন্দ্রের...