Saturday, November 29, 2025

শান্তিরক্ষা বাহিনীর প্রস্তাব, বাংলাদেশে আটকদের নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ ব্যাপারে অবস্থান স্পষ্ট করে সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রী বিবৃতি দিন। সোমবার বিধানসভায় এই প্রস্তাব রেখে তিনি বলেন, প্রধানমন্ত্রী (Prime Minister) না পারলে বিদেশ মন্ত্রী (External Affairs Minister) বিবৃতি দিন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রয়োজনে বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী (Peace Keeping Force) পাঠানোর প্রস্তাবও পেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিবেশী দেশের অশান্ত পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের (United Nations) হস্তক্ষেপও দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেন, গত ১০ দিন ধরে বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতি। বহু ঘটনা ঘটে চলেছে। কিন্তু এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার নীরব। বাংলাদেশ কেন্দ্রীয় সরকারের ব্যাপার। এ ব্যাপারে বাংলার সরকারের কিছু করার নেই। তবে বাংলাদেশের (Bangladesh) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন, ভুল করে জলসীমা অতিক্রম করায় বাংলার ৭৯ জন মৎস্যজীবীকে বাংলাদেশের একটি থানায় আটক করে রাখা হয়েছে। রাজ্যের তরফ থেকে তাদের আইনজীবী দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকেও বিষয়টি জানানো হয়েছে। তা স্বত্বেও ওই মৎস্যজীবীরা মুক্তি পাননি। আগে কখনই এরকম ঘটনা ঘটেনি। বর্তমান সরকারের আমলে ঘটছে। অথচ বাংলাদেশি ট্রলার ডুবে যাওয়ার পরে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়াও এ রাজ্যের বহু মানুষের পরিবার-পরিজন বাংলাদেশে রয়েছে। তাদের জন্য মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে জাতিসঙ্ঘের দ্বারস্থ হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ভূমিকার তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর সরকারের ঘোষিত নীতি হল বিদেশ সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের সঙ্গে থাকা। কিন্তু বিরোধী দলের সদস্যরা মিটিং-মিছিল করছেন, প্ররোচনামূলক ভাষণ দিচ্ছেন। বলছেন বাংলাদেশে খাদ্য-সহ পণ্য রফতানি করতে দেবেন না। কেন্দ্রীয় সরকার এব্যাপারে কোন গাইডলাইন দিলে তবেই পদক্ষেপ নেওয়া যাবে। এ ব্যাপারে রাজ্য সরকারের কোনও এক্তিয়ার নেই।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...