Saturday, May 3, 2025

দিল্লি প্রবেশের অনুমতি পেল না কৃষকরা। একাধিক দাবি নিয়ে যে লড়াই লাগাতার চালিয়ে এসেছে কৃষকরা, এবার সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) ও কিষাণ মজদুর মোর্চার (KMM) নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে সেই দাবি নিয়ে যাওয়ার বার্তা দেন কৃষকরা। সেই লক্ষ্যে সোমবার থেকে তাঁরা রওনা দেন দিল্লির উদ্দেশে। কিন্তু দিল্লিতে তাঁদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি। ফলে নয়ডার (Noida) বিভিন্ন এলাকায় ব্যারিকেড ভেঙেই এগোনো শুরু করেন তাঁরা। যদিও এদিন সুপ্রিম কোর্ট (Supreme Court) কৃষক নেতাদের নির্দেশ দেয় শান্তিপূর্ণ আন্দোলন চালাতে যাতে সাধারণ মানুষের বাধা না তৈরি হয়।

যমুনা এক্সপ্রেসওয়ে (Yamuna Expressway) সংলগ্ন শিল্পক্ষেত্রের জন্য কৃষকদের যে জমি অধিগ্রহণ হয়েছে তাঁদের জন্য ১০ শতাংশ উন্নত জমির দাবি করেন কৃষকরা। সেই সঙ্গে তাঁদের যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা ৬৪.৭ শতাংশ বাড়ানোর দাবি জানান কৃষকরা। এই দাবিতে কয়েক হাজার কৃষক সোমবার সকালে নয়ডা থেকে দিল্লি অভিমুখে রওনা দেন। সেই সঙ্গে জমি হারানো কৃষকদের আরও দাবি দিল্লিতে সংসদের (Parliament) সামনে রাখতে চান কৃষকরা। অন্তত ২০টি জেলা থেকে কৃষকরা সামিল হন বিক্ষোভ ও আন্দোলনে। ১৩ ফেব্রুয়ারি থেকে শম্ভু ও খানৌরি সীমান্তে নিজেদের সাধারণ দাবি নিয়ে অপেক্ষা করেছেন কৃষকরা। এমএসপি, অবসর ভাতা সহ একাধিক ইস্যুতে তাঁরা লড়াই চালিয়ে যাওয়ার যে বার্তা দিয়েছিলেন তা নতুনভাবে শুরু হল সোমবার থেকে।

তবে কৃষকদের আন্দোলনে বিশৃঙ্খলা হতে পারে আন্দাজ করেই নয়ডার সব সীমানায় কার্যত দুর্গ তৈরি করে দিল্লি পুলিশ। নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে ধরে সব সীমান্ত সহ পরি চক (Parichowk), চিল্লা সীমানা (Chilla border), চরকা চকে (Charka chowk) ব্যারিকেড করে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। যানবাহন নিয়ন্ত্রণে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয় দিল্লিমুখী গাড়ির রাস্তা। যদিও তাতেও সোমবার ভোর থেকে ব্যাপক যানজটের সম্মুখিন হয় গোটা রাজধানী, বিশেষত নয়ডা। কৃষকদের মিছিল নয়ডার (Noida) মহামায়া ফ্লাইওভারে আটকে দেওয়া হয়। অন্যদিকে দলিত প্রেরণা স্থলে তাঁদের আটকানো হলে ব্যারিকেড ভেঙে এগোয় কৃষকরা। এদিনই সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ কৃষকদের বার্তা দেয় শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার তাঁদের রয়েছে। তবে তাঁদের আন্দোলন যেন অন্য মানুষের অসুবিধা না তৈরি করে।

Related articles

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...
Exit mobile version