Tuesday, November 11, 2025

কুয়েতের বিমানবন্দরে ভারতীয় যাত্রীদের হেনস্থা, জল-খাবার ছাড়াই আটকে ১৩ ঘন্টা 

Date:

Share post:

কুয়েত বিমানবন্দরে (Kuwait airport) জল ও খাবার ছাড়া ১৩ ঘন্টা আটকে রইলেন ভারতীয় বিমানযাত্রীরা (Indian passenger)। দুর্বিসহ অবস্থার সম্মুখীন হয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা উগরে দিলেন ক্ষোভ। একগুচ্ছ অভিযোগ উঠে এল বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্ষুব্ধ যাত্রীরা বলেন, ১৩ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছি। খাবার নেই, পানীয় জল নেই। বিমানবন্দরের বাইরেও যেতে দেওয়া হচ্ছে না। কোনওরকম সাহায্য করা হচ্ছে না ভারতীয় যাত্রীদের।

বিমানবন্দরে যাত্রীদের এই দুরবস্থার কথা শুনেই চটজলদি ব্যবস্থা নিয়েছে কুয়েতের ভারতীয় দূতাবাস (Indian embassy)। দ্রুত ভারতীয় যাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। সমাজ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে আটকে থাকা যাত্রীরা জল ও খাবারের জন্য হাহাকার করছেন। দুর্ভোগের কথা বলে সাহায্যের আর্তি জানাচ্ছেন।

মুম্বই থেকে ম্যাঞ্চেস্টারগামী গল্ফ এয়ারলাইন্সের বিমান কুয়েত বিমানবন্দরে জরুরি অবতরণ করে যান্ত্রিক ত্রুটির কারণে। অভিযোগ, বিমান সংস্থা ওই বিমানে থাকা ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের যাত্রীদের সুযোগ সুবিধা দিলেও ভারত-পাকিস্তানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার যাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন। খাবার, জল দেওয়া হয়নি, ১৩ ঘন্টা বিমানবন্দরে আটকে রাখা হয়। ভারতীয় যাত্রীদের বিমানবন্দরের বাইরে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। আরজু সিংহ নামে এক যাত্রী জানান, ভারতীয় ও পাকিস্তানি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছিল না। বহু কাকুতি মিনতির পর লাউঞ্জে প্রবেশের অনুমতি মিললেও কোনও সাহায্য করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। কুয়েতের ভারতীয় দূতাবাসের একটি দল বিমানবন্দরে পৌঁছে যাত্রীদের প্রয়োজনীয় সাহায্য করেন। বিমান সংস্থার সঙ্গে কথা বলেন দূতাবাস কর্মীরা। যাত্রীদের আপতত বিমানবন্দরের দু’টি লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়েছে। এর আগে তাইল্যান্ডের ফুকেটে প্রায় ৮০ ঘণ্টা আটকে ছিল এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি বিমান।


spot_img

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...