Saturday, May 3, 2025

মহা-মুখ্যমন্ত্রী জট: দুই পর্যবেক্ষণ নিয়োগ বিজেপির! ফের বৈঠক বাতিল শিণ্ডের

Date:

মহাযুতী পরিবারে কোনও সমস্যা নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) প্রকাশ্যে ঘোষণা করেছেন বিজেপির সব সিদ্ধান্তে তাঁর সমর্থন থাকছে। তারপরেও মহারাষ্ট্রের নির্বাচনে বিপুল জয় পাওয়া বিজেপি হঠাৎ মহারাষ্ট্রের (Maharashtra) জন্য নির্বাচনের পরে নিয়োগ করল দুই পর্যবেক্ষক (observer)। বিস্ময়ের এখানেই শেষ নয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে ডাকা দ্বিতীয় বৈঠক বাতিল হল শিণ্ডের জন্য। আর বৈঠক বাতিল হতেই দিল্লিতে উড়ে গেলেন অন্যতম জোট সদস্য এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)।

একই সঙ্গে নির্বাচন হওয়া ঝাড়খণ্ডে (Jharkhand) মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বাধীন জোট এখনও ঘোষণাই করতে পারলেন না কে হবেন মুখ্যমন্ত্রী। অথচ বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা করে দিয়েছেন ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ (oath taking)। তারপরেও সোমবার জোটের বৈঠক ডাকা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠক বাতিল করলেন একনাথ শিণ্ডে। আগের বৈঠকও শিণ্ডে গ্রামের বাড়ি চলে যাওয়ার জন্য বাতিল হয়ে গিয়েছিল। যদিও এরমধ্যে ফের চাঞ্চল্য তৈরি হয় শিণ্ডের বক্তব্যে। স্থানীয় সূত্রে দাবি, তিনি আবারও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন, চায় রাজ্য়ের মানুষ, দাবি করেছেন শিণ্ডে।

এই পরিস্থিতিতে সোমবারই মহারাষ্ট্রের জন্য পর্যবেক্ষক হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানিকে (Vijay Rupani) নিয়োগ করে বিজেপি। এখানেই রাজনীতিকদের প্রশ্ন নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে কেন পর্যবেক্ষক নিয়োগ। বিজেপি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী পদে কে, সেই জট কাটাতেই মধ্যস্থতায় এই পর্যবেক্ষক নিয়োগ। যদিও বিজেপির এই ঘোষণার পরেও বৈঠকে যোগ দেওয়ার পথে গেলেন না শিণ্ডে। অন্যদিকে বৈঠক বাতিল হতেই দিল্লি উড়ে গেলেন অজিত পাওয়ার। মাঝে মাত্র দুইদিনে জট খুলে মুখ্যমন্ত্রী স্থির করে শপথ গ্রহণ মহারাষ্ট্রে কতটা সম্ভব, এখন উঠছে প্রশ্ন।

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version